হোম > খেলা > ফুটবল

অবশেষে ভিনির কাছে ক্ষমা চাইলেন তেবাস

ক্রীড়া ডেস্ক

শুরুর দিকে বর্ণবাদের শিকার হওয়ার সময় নিজেকে সংযত রাখলেও সপ্তমবারের সময় আর পারলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার মাঠে তো চটেছেন ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

বর্ণবাদের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় লা লিগার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ তারকার মন্তব্যে মনঃক্ষুণ্ন হয়ে বিস্ফোরক এক জবাব দেন জাভিয়ের তেবাস। লা লিগার সভাপতির সেই মন্তব্যে পুরো বিশ্ব এখন তাঁর সমালোচনায় মুখর।

অবস্থা আরও শোচনীয় পর্যায়ে যাওয়ার আগে তাই ক্ষমা চেয়েছেন তেবাস। উত্তেজনার বশে মন্তব্যটি করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি। এরপরেই ভিনিসহ সকলের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিই নন, যাঁরা মনে করেন আমি তাকে আক্রমণ করেছি, তাঁদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’

বর্ণবাদের শিকার হওয়ার পর ভিনি বলেছিলেন, ‘লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। ফেডারেশনও তাই মনে করে। যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। স্প্যানিশদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কিন্তু আজ আমি বলছি, ব্রাজিলে স্পেন হচ্ছে বর্ণবাদী জাতি। দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা প্রতি সপ্তাহে ঘটে। আমার কিছুই করার থাকে না তখন। তবে আমি এই বর্ণবাদের শেষ দেখে ছাড়ব।’

ভিনির এই টুইটের বিপরীতে তেবাস সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘‘লা লিগার সমালোচনা করার আগে নিজেকে সঠিকভাবে জানা জরুরি। তোমাকে যেন কেউ কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা উচিত।’

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন