হোম > খেলা > ফুটবল

ফিলিস্তিন-ভাগ্য বদলাতে পারল না বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে জয় কিংবা ড্র; এমন কোনো আহামরি প্রত্যাশা ছিল না জেমি ডের। বাংলাদেশ কোচের প্রত্যাশা একটাই, ফল যেমনই হোক, যেন ইতিবাচক খেলেন তাঁর শিষ্যরা। 

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে আজ রাতে কতটুকু ইতিবাচক খেলেছেন জামাল ভূঁইয়ারা, সেটা জেমিই ভালো জানবেন। তবে প্রতিপক্ষের আক্রমণে কোণঠাসা বাংলাদেশ ২-০ গোলের বেশি ব্যবধানে যে হারেনি, ব্রিটিশ কোচ প্রাপ্তি হতে পারে এটাই। 

ফিলিস্তিনের বিপক্ষে ২০০৬ সালে চ্যালেঞ্জ কাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। পরের চার ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে বাংলাদেশের নামের পাশে হার ছাড়া আর কোনো ফল লেখা হয়নি। একই ভাগ্য বরণ করতে হলো আজও। বরং রক্ষণের ফাঁকফোকরে গোল সংখ্যা দুইয়ের জায়গায় চার হয়নি, তা নিয়েই খুশি থাকতে পারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা একটিই, ৮৩ মিনিটে প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খানের অভিষেক।

কিরগিজস্তানের ক্রিদেশীয় টুর্নামেন্টকে মূলত আগামী অক্টোবরের সাফের প্রস্তুতিই হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। দলে থাকা ২৩ ফুটবলারকে যে ঘুরিয়ে ফিরিয়ে তিন ম্যাচেই খেলানো হবে, সে কথা বেশ কয়েকবারই উচ্চারণ করেছেন জেমি ডে। ব্রিটিশ কোচ তাঁর কথা রেখেছেন প্রথম ম্যাচেই। ফিলিস্তিনের বিপক্ষে পাঁচ বছর পর জাতীয় দলের জার্সি গায়ে আজ মাঠে নেমেছিলেন ডিফেন্ডার রেজাউল করিম। তাঁকে নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ দলের ডিফেন্ডার সংখ্যা ছিল পাঁচ। 

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের পর আবারও গোলবারের নিচে ছিলেন শহীদুল আলম সোহেল। কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচ খেলতে না পারা উইঙ্গার সাদ উদ্দিন, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও ছিলেন একাদশে। 

দোলেন ওমরজাকোভ স্টেডিয়ামে শুরুতে ৩-৪-৩ ফরমেশন দেখালেও কিছুক্ষণ বাদেই রক্ষণের খোলসে বন্দি হয়ে পড়ে বাংলাদেশ। পাঁচ ডিফেন্ডারের রক্ষণ দেয়াল দিয়ে মোটামুটি ৩২ মিনিট পর্যন্ত ফিলিস্তিনের আক্রমণ ঠেকিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে এ সময়ের মধ্যে তপু বর্মণদের ভালোই যন্ত্রণা দিয়েছেন ফিলিস্তিন ফরোয়ার্ড মাহমুদ ঈদ। বলতে গেলে এই এক খেলোয়াড়ের কাছেই হেরে গেছেন জামালরা। ১৫ মিনিটে ২৫ গজ দূর থেকে মাহমুদের শট লক্ষ্য খুঁজে পায়নি। পাঁচ মিনিট বাদে মাহমুদের আরেকটি দূরপাল্লার শট চলে গেছে বারের একটু ওপর দিয়ে। 

তবে ৩৩ মিনিটে ঠিকই বাংলাদেশকে পেছনে ফেলেছেন মাহমুদ। নিজেদের অর্ধ থেকে সতীর্থের লম্বা পাসে ফিলিস্তিনি ফরোয়ার্ড বল পান বাংলাদেশ ডি-বক্সের একটু বাইরে। মার্কিংয়ে অভিজ্ঞ তপু বর্মণ থাকলেও সতীর্থের প্রতি ভরসা করতে না পেরে গোলরক্ষক সোহেল নিজের জায়গা ছেড়ে এগিয়ে এসেছিলেন সামনে। বাংলাদেশ গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে মাথার ওপর দিয়ে চিপ করেন মাহমুদ। গোললাইন পেরোনোর মুহূর্তে হালকা ছোঁয়ায় বলকে জালে জড়িয়ে গোলের কৃতিত্বটা নিয়ে নেন লায়েথ খারুব। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল হজম বাংলাদেশের। এই গোলের নেপথ্য কারিগর সেই মাহমুদ ঈদ। ৪৭ মিনিটে ডি-বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে মাহমুদের উড়িয়ে দেওয়া পাসে হেডে কোনো বাধা ছাড়াই গোলরক্ষক সোহেলকে পরাস্ত করেন ফিলিস্তিন ডিফেন্ডার ইয়াসির হামদ। শেষ দিকে সোহেল ভালো কয়টি আক্রমণ ঠেকিয়ে দেওয়ায় ব্যবধান আর বড় হয়নি ফিলিস্তিনের। আগামী মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

সেকশন