হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ডের পক্ষে কথা বললে সালাউদ্দিনের ‘বিপদ’ আছে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব এখন কাঁপছে ইউরো-কোপা আমেরিকার ফাইনাল–জ্বরে। কোপার সুপার ক্লাসিকোয় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ওয়েম্বলিতে ইউরোর ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ ‘নতুন’ ইতালি। নিজ পছন্দের দলকে সমর্থন করতে গিয়ে বিশ্বের মতো বাংলাদেশও এখন নানা ভাগে বিভক্ত। বন্ধু, পরিবারে চলছে পছন্দের দল নিয়ে তর্ক–বিতর্ক। এতেই মধুর সমস্যায় পড়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ইউরো এবং কোপা আমেরিকার ফাইনালের শিরোপা উঠবে কাদের হাতে, সেটি নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে গল্পই করলেন বাংলাদেশের ফুটবল কিংবদন্তি সালাউদ্দিন। ইউরোর ফাইনাল জেতার সম্ভাবনা কার বেশি দেখছেন, এ নিয়ে সালাউদ্দিনের মন্তব্য, ‘ইংল্যান্ডের পক্ষে কথা বললে বাসায় বিপদ হতে পারে! আমার স্ত্রী আগে সমর্থন করত ইতালি, পরে জার্মানি। জার্মানি বাদ পড়ে গেছে। সে আবার ইতালির সমর্থনে ফিরে গেছে।’

ইংল্যান্ড-ইতালি, দুই দলেরই ইউরোর ফাইনাল জেতার সমান সুযোগ দেখছেন সালাউদ্দিন, ‘এবারের ইউরোতে দুই দলের যে খেলা দেখেছি তাতে ইংল্যান্ড-ইতালির মধ্যে কোন পার্থক্য নেই। ইতালি আগে তাদের রক্ষণ কৌশলে বেশি পরিচিত ছিল। এই দলটা সম্পূর্ণ আলাদা। আর এই ইংল্যান্ড দলটায় কোন খুঁত নেই। ওরা ফিল ফোডেনের মতো খেলোয়াড়কে দুই ম্যাচে মাঠেই নামায়নি। দলটা এত বেশি শক্তিশালী যে সাইডলাইনের খেলোয়াড়েরা যেকোনো সময় মাঠে নেমে খেলা পাল্টে দিতে পারে।’

কোপার ফাইনালে কার সম্ভাবনা বেশি দেখছেন সালাউদ্দিন? বাফুফে সভাপতির উত্তর, ‘এটা সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক ফাইনাল। সবাই শিরোপার জন্য ক্ষুধার্ত থাকবে। আমি আর্জেন্টিনার পক্ষেই বলব। মেসি আছে, ডি মারিয়া আছে। এরা যেকোনো সময় খেলার চেহারা পাল্টে দিতে পারে। গোলশূন্য খেলা, হয়তো একটা ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে পারে।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি