হোম > খেলা > ফুটবল

মেসিকে ছাড়াই ছুটছে আর্জেন্টিনার জয়রথ

লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার জয়রথ চলছে। চিলির পর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ঘরের মাঠ এস্তাদিও মারিও আলবারতো কেমপেসে প্রথমার্ধেই একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এ নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা, এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে গোলের সুযোগ খুঁজতে থাকে দুই দল। কলম্বিয়া অবশ্য সুবিধা করতে পারছিল না। অন্যদিকে চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত দলটি এগিয়ে যায় ২৯তম মিনিটে। বাঁ দিক থেকে মার্কোস আকুনার ক্রসে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্টিনেজ। প্রথমার্ধে আর কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ডি মারিয়ার শট রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।

পিছিয়ে থাকা কলম্বিয়া ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। বেশ কবার আক্রমণেও উঠে আসে, কিন্তু আর্জেন্টিনার জমাট রক্ষণভাগ আর ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-ডি পলবিহীন আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে তালিকার দুইয়ে। অন্যদিকে ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে কলম্বিয়ার।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি