হোম > খেলা > ফুটবল

৭ গোলের রেকর্ড গড়ে আবার ব্রাজিলকে মনে করাল জার্মানি

ক্রীড়া ডেস্ক    

বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ গোলে হারিয়েছে জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে তাতে রেকর্ড গড়ল জার্মানরা। ছবি: এএফপি

প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।

এবারের নেশনস লিগে জার্মানি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেভাগেই। ইউরোপা পার্ক স্টেডিয়ামে গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। এই ম্যাচেই জার্মানি গুণে গুণে দিল ৭ গোল। বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে ৬ বছরের উয়েফা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জার্মানি। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগে লিগ ‘এ’-এর গ্রুপ ‘থ্রি’তে পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানরা। সেভেন আপের ম্যাচে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও টিম ক্লেইনডিয়েনস্ট। জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজ, লিরয় সানে একটি করে গোল করেন।

ইউরোপা-পার্ক স্টেডিয়ামে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩ মিনিটে ক্লেইনডিয়েনস্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা। তাতে আন্তর্জাতিক ফুটবলে গোলের হালখাতা খুললেন ক্লেইনডিয়েনস্ট। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে জার্মানিরা। যেখানে ৩৭ মিনিটে গোল করেন হ্যাভার্টজ।

দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান ৫-০ করে জার্মানি। ৫০ থেকে ৫৭-৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন উইর্টজ। হেক্সা পূরণ করতে জার্মানদের এরপর ১০ মিনিটও লাগেনি। ৬৬ মিনিটে গোলটি করেন সানে। ম্যাচের সপ্তম গোলটি এসেছে ক্লেইনডিয়েনস্টের পা থেকে। ৭৯ মিনিটে আন্টোনিও রুডিগারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ক্লেইনডিয়েনস্ট। ম্যাচে এটা ক্লেইনডিয়েনস্টের দ্বিতীয় গোল। আন্তর্জাতিক ফুটবলে ৩ ম্যাচে ২ গোল করেন ২৯ বছর বয়সী জার্মান স্ট্রাইকার। ১১ অক্টোবর বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল ক্লেইনডিয়েনস্টের।

সবশেষ জার্মানি কোনো দলকে সেভেন আপ উপহার দিয়েছিল ২০২১ সালে। তিন বছর আগে প্রীতি ম্যাচে লাটভিয়ার বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল জার্মানরা। সেবার সানে, টিমো ভেরনার, সার্জ ন্যাবরি, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ান, রবিন গোসেনস-এই ৬ জার্মান একটি করে গোল করেছিলেন। লাটভিয়ার একমাত্র গোলটি করেছিলেন দলটির মিডফিল্ডার অ্যালেক্সেস স্যাভেলজেভ।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন