ঢাকা: মাদ্রিদে ভিয়ারিয়ালকে হারিয়েও কাজ হল না রিয়াল মাদ্রিদের। নিজেদের ম্যাচ জিতে কোনো হিসাব ছাড়াই লা লিগা শিরোপা নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ। শূন্য হাতে মৌসুম শেষ করা রিয়াল কোচ জিনেদিন জিদানকে তাই ম্যাচ শেষে প্রশ্ন শুনতে হল চাকরি নিয়ে। সরাসরি অবশ্য কোনো উত্তর দেননি জিদান। রিয়ালের সঙ্গে এ নিয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন ফরাসি কিংবদন্তি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলেন রিয়াল ছাড়া নিয়ে জিদান বলেছেন, ‘এটা নিয়ে এখন ভাবছি না। আগামী মৌসুম নিয়ে ক্লাব কি ভাবছে সেটা এখন গুরুত্বপূর্ণ।’
কাল ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি জিদানের শিষ্যদের। ২০ মিনিটে ইয়েরেমি পিনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৮৭ মিনিটে রিয়াল সমতায় ফেরে স্ট্রাইকার করিম বেনজেমার গোলে। অতিরিক্ত সময়ে মিডফিল্ডার লুকা মদ্রিচের গোলে জয় দিয়ে মৌসুম শেষ করে ‘লস ব্লাঙ্কোসরা’।
শিষ্যদের প্রশংসায় জিদানের বক্তব্য, ‘ম্যাচটা অত সহজ ছিল না। কিন্তু আমরা জিতেছি, এটাই আসল কথা।’ প্রশংসায় ভাসিয়েছেন আতলেতিকোকেও , ‘আতলেতিকোকে অভিনন্দন। তারা এই শিরোপার যোগ্য দাবিদার।’