হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার কাছে হারের পর সান্ত্বনার জয়টুকু পেল না কানাডা 

আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে যায় কানাডার। সান্ত্বনা নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ ছিল কানাডার সামনে। উরুগুয়ের সঙ্গে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রায় জিতেই গিয়েছিল কানাডা। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। 

উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ কানাডার জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। রেফারি কখন শেষ বাঁশি বাজাবেন, তার অপেক্ষায় ছিল। তবে লুইস সুয়ারেজ যে অত সহজে হার মানবার পাত্র নন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সুয়ারেজ গোল দিলে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে গড়ালে উরুগুয়ে ৪-৩ গোলে হারিয়ে দেয় কানাডাকে। 

পেনাল্টি শুটআউটে প্রথমে শট নিয়েই লক্ষ্যভেদ করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ডেভিডের পর গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। দুটি দলই নিজেদের দুটি করে গোল করতে পেরেছে ভালোভাবে। তৃতীয় শটের সময় এসে ধারা ভেঙে যায়। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনি গোল করতে ব্যর্থ হয়েছেন। ঠিক তার পরই উরুগুয়ের জর্জিয়ান ডি আরাসকিতা লক্ষ্য ভেদ করেন। উরুগুয়ের চতুর্থ শট নিতে এসে গোল পেয়েছেন সুয়ারেজও। কানাডা তাদের চতুর্থ গোল পেলেও পঞ্চম শট নিতে এসে আলফোনসো ডেভিস যখন মিস করেন, তখন নিশ্চিত হয় উরুগুয়ের জয়। ২০২৪ কোপা আমেরিকায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলেন সুয়ারেজ-ভালভার্দেরা।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন