Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগেই ব্রাজিল ফুটবলারের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগেই ব্রাজিল ফুটবলারের ক্ষোভ

নতুন মোড়কে চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ রাতে। ২০২৩-২৪ মৌসুমে দল যেমন বাড়ানো হয়েছে, তেমনি বেড়ে গেছে ম্যাচের সংখ্যাও। নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে তাই টুর্নামেন্ট নিয়ে ক্ষোভ ঝারলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। 

৩২ দলের পরিবর্তে এবারের চ্যাম্পিয়নস লিগে খেলবে ৩৬ দল। আগে যেখানে গ্রুপ পর্বে দলগুলোকে  ছয়টি করে ম্যাচ খেলতে হতো, এবার খেলতে হবে ৮টি করে ম্যাচ। নকআউট পর্বেও ১৬ দলকে খেলতে হবে বাড়তি দুই ম্যাচ। ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষ হতে না হতেই আয়োজন করা হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ম্যাচ সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের ভ্রমণক্লান্তির বিষয়ও রয়েছে। কারণ চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো হবে ‘হোম এন্ড অ্যাওয়ে’ ভিত্তিতে। জায়গা পরিবর্তন করতে হবে তাই বেশি বেশি। খেলোয়াড়দের নিশ্বাস ফেলার সময়ই তো নেই। 

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে সান সিরোতে লিভারপুল আজ খেলবে এসি মিলানের বিপক্ষে। নতুন মৌসুম শুরুর আগে গতকাল লিভারপুল গোলরক্ষক অ্যালিসন টুর্নামেন্ট নিয়ে কোনো রাখঢাক না রেখেই প্রতিবাদ করলেন টুর্নামেন্টের নতুন সংস্করণ নিয়ে। 
 
লিভারপুল গোলরক্ষক বলেন,‘সমর্থকদের জন্য ভালো। ম্যাচের সংখ্যা অনেক বেড়েছে। খেলোয়াড়দের জন্য ভালো হচ্ছে যে ইউরোপে সেরাদের বিপক্ষে খেলার সুযোগ আপনি পাচ্ছেন। তবে ব্যস্ত সূচিতে ম্যাচ বাড়ানোটা আমাদের কাছে কৌতুক মনে হচ্ছে।’

ম্যাচ বাড়ানো নিয়ে খেলোয়াড়দের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হয় না বলে দাবি অ্যালিসনের। ব্রাজিল গোলরক্ষক এখানে  ফিফা, উয়েফার সঙ্গে কথা বলে সমাধান চাইছেন। অ্যালিসন বলেন,‘ম্যাচ বাড়ানো নিয়ে খেলোয়াড়েরা কী ভাবছেন, সেটা তো কেউ জিজ্ঞেস করে না। হয়তোবা আমাদের মতামতের কোনো দাম নেই। কিন্তু সবাই জানেন যে আমরা কী ভাবছি। এটা নিয়ে বলতে বলতে ক্লান্ত।সবাই একসঙ্গে বসতে হবে এবং সবার কথা শুনতে হবে। গণমাধ্যম, টিভি তো আছেই। উয়েফা, ফিফা, প্রিমিয়ার লিগ ও ঘরোয়া প্রতিযোগিতা যারা আয়োজন করে সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।’

অ্যালিসন আরও বলেন,‘আমার ধারণা, অনেকেই কথা বলেছেন।  আমাদের শুধু শুনতে হবে। একসঙ্গে বসে বুঝতে হবে ফুটবলের গতিবিধি কোন দিকে যাচ্ছে। শুধু ম্যাচ বাড়ালেই তো হবে না।’

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাহলে ব্রাজিলের ক্লাবে থাকছেন নেইমার

নতুন ক্লাবে প্রথম হারের স্বাদ পেলেন হামজা

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ

ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাব এভাবেই দিলেন নেইমার

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সাবিনাদের অনুশীলনের জন্য বাটলারের দরজা খোলা

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ইয়ংমেন্সকে উড়িয়ে আবাহনীর বড় জয়

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান