হোম > খেলা > ফুটবল

এলিটাকে ছাড়াই সাফের দল ঘোষণা করল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর আগে সাফের প্রাথমিক দল থেকেও এলিটা কিংসলে বাদ পড়েছিলেন ফিফা আর এএফসির বাধায়। দুই বছর ধরে ফিফার সঙ্গে দড়ি টানাটানির পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড। ঘরোয়া ফুটবলে করেছেন বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ ৯ গোল। কিন্তু আবারও তাঁকে জাতীয় দলের বাইরেই রেখে দিয়ে চমক দেখিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

কম্বোডিয়া ও সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে আজ। ৩০ থেকে ২৩ জনের নেমে আসা দলে চমকে ঠাসা। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন। অভিজ্ঞ মিডফিল্ডার মাসুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, সাজ্জাদ হোসেন। তবে সবচেয়ে বড় চমকটা অবশ্যই এলিটার দলে না থাকা যিনি কি না এবারের মৌসুমে সব রকম টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ৯ গোল।

এলিটার দলে না থাকার চমকের সঙ্গে কোচ কাবরেরা আরও চমক রেখেছেন সুমন রেজাকে দলে রেখে। বসুন্ধরা কিংসের হয়ে কেবল স্বাধীনতা কাপে এক গোল করা ছাড়া লিগ ও ফেডারেশন কাপে কোনো গোলই পাননি। চমক হয়ে এসেছে ফর্টিস এফসির উইঙ্গার রফিকুল ইসলামের নামও। এবারের লিগে ১৩ ম্যাচে একটিও গোল নেই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রফিকের, করিয়েছেন মাত্র ১ গোল।

কাবরেরার দলে চমকের এখানেই শেষ নয়। কম্বোডিয়া ও সাফের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরার হয়ে চমক ছড়ানো মিডফিল্ডার শেখ মোরসালিন। এবারের লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সাত ম্যাচে করেছেন এক গোল, করিয়েছেন ৩ টি। এই সাত ম্যাচের পারফরম্যান্স দিয়েই কোচ হাভিয়ের কাবরেরার মন জয় করেছেন তিনি। 

চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন বাদশা ও রিমন। চোট আছে দলে থাকা সেন্টার ডিফেন্ডার তপু বর্মণের। অনভিজ্ঞ আক্রমণ ভাগের সঙ্গে যোগ নড়বড়ে একটি রক্ষণ নিয়ে কেন এমন দল সেই নিয়ে একের পর প্রশ্নে জর্জরিত হতে হয়েছে কাবরেরাকে। দিয়েছেন নিজের মতো করে সব ব্যাখ্যা। নিজের ব্যাখ্যায় কাবরেরা বলেছেন, ‘সব ভালো বিবেচনা করেই আমাদের সেরা দলটাকে বেছে নিতে হয়েছে। আমাদের মনে হয়েছে সুমন দলকে সেরাটা দিতে পারবে যেটা এলিটা কিংবা সাজ্জাদ আমাদের দিতে পারবে না। লিগের দ্বিতীয় ভাগে সুমন কম ম্যাচ পেয়েছে, সাজ্জাদও কম ম্যাচ পেয়েছে। সাজ্জাদ শেষ তিন ম্যাচে ভালো খেলেছে। তবে এই তিনজনের পার্থক্য খুব বেশি কিছু নয়।’ 

একটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল কম্বোডিয়ায় রওনা হবে বাংলাদেশ। ২৩ সদস্যের দল থেকে আলাদাভাবে কম্বোডিয়া যাবেন বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল। দুজনেরই পাসপোর্ট নিয়ে জটিলতা আছে। দলের বাকিদের নিয়ে ১২ জুন কম্বোডিয়ার স্থানীয় দল তিফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ই জুন ম্যাচ খেলে পরদিন সাফের ভেন্যু বেঙ্গালুরুতে যাবে জামাল ভূঁইয়ারা। আট দল নিয়ে আগামী ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪ তম আসর। 

২৩ সদস্যের বাংলাদেশ দল: 
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা ও শহিদুল আলম 
রক্ষণ: কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, ও আলমগীর মোল্লা 
মাঝমাঠ: সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয় 
আক্রমণ: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

সেকশন