হোম > খেলা > ফুটবল

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

ক্রীড়া ডেস্ক    

কাতার বিশ্বকাপের দ্বিগুণের বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি। ছবি: এএফপি

ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।

২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।

ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ‍্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা