ক্রীড়া ডেস্ক
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু মৌসুমের শেষ দিকে এসে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি। অবশ্য সিদ্ধান্ত বদলে যতটা না নিজের আগ্রহ ছিল, তার চেয়ে বেশি ক্লাবের চাপ ছিল বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
তিন মাস আগে যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন, তার পর থেকেই জাভির নেতৃত্বে ভালো খেলছিল কাতালান ক্লাব। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় হেরে যাওয়ার আগে লিগে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। যার ফলে গুঞ্জন উঠেছিল বার্সায় থেকে যেতে পারেন জাভি।
অনেক দিন ধরেই জাভির সঙ্গে আলোচনা করে আসছিলেন ক্লাব সভাপতি হুয়ান লার্পোতা এবং ক্রীড়া পরিচালক ডেকো। তবে গতকাল থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত আর সাবেক সতীর্থ ডেকো এবং সভাপতি লার্পোতাকে ফিরিয়ে দিতে পারেননি ক্লাবের কিংবদন্তি। তাঁর থেকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। তাই চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্তই থেকে যাচ্ছেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার।
বার্সেলোনার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২১ সালে প্রিয় ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন জাভি। গত মৌসুম দলকে লা লিগার শিরোপা এনে দিয়ে শুরুটা দুর্দান্ত করলেও এবারে মৌসুমে ছন্দহীন ছিল তাঁর দল। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের আগে লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে শিরোপা লড়াইয়ে ছিটকে যায় তারা। বর্তমানে লস ব্ল্যাঙ্কোসদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ক্লাব ছাড়ার ঘোষণার সময় কোচের চাকরিকে নির্মম বলে জানিয়েছিলেন জাভি। ৪৪ বছর বয়সী কোচ বলেছিলেন, ‘এটা নির্মম এক চাকরি। আপনার প্রায়ই মনে হবে এখানে শ্রদ্ধাবোধ নেই, আপনার কাজের কেউই প্রশংসা করছে না। যার ফলে আপনার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মেজাজের ক্ষতি হতে থাকবে। এতে একটা সময় মনে হবে এর কোনো অর্থ হয় না। এভাবে চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না।’