ফিফা র্যাঙ্কিংয়ের পার্থক্যটাই বলে দেয় বাংলাদেশ নারী ফুটবল দলের চেয়ে কতটা শক্তিশালী চায়নিজ তাইপে। বাংলাদেশের ১৪০ নম্বরের বিপরীতে চায়নিজ তাইপের র্যাঙ্কিং ৪০। আজ প্রীতি ম্যাচের খেলায়ও ১০০ ব্যবধানের সেই পার্থক্যর প্রমাণ পাওয়া গেছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে।
বছরের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমে চায়নিজ তাইপের কাছে ৪-০ গোলে উড়ে গেছে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় অতিথিরা। তার ফলও দ্রুত পায় তারা। ২৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় চীনা তাইপের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেন সু ইউ-সুয়ান।
চায়নিজ তাইপকে গোল উদ্যাপনের প্রথম উপলক্ষ এনে দেন সু ইউ-সুয়ান। ১২ মিনিটে টিং চিয়া-ইংয়ের পাস থেকে বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমাকে সহজেই পরাস্ত করেন এই ফরোয়ার্ড। ৬ মিনিট পর আবারও উদ্যাপনে মেতে উঠে চায়নিজ তাইপে। কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে দেন সু সিন ইউন। আর বিরতিতে যাওয়ার আগে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সু ইউ।