সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে 'হত্যা' ও 'ধর্ষণে'র হুমকির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন।
বাফুফের এক বিজ্ঞপ্তিতে হুমকির ঘটনার নিন্দা জানানো হয়েছে৷ সেখানে বলা হয়, 'দেশের প্রতিনিধিত্বকারী কোনো খেলোয়াড় কখনো কটূক্তি শুনতে চায় না। ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফে বদ্ধপরিকর।'
কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের ইস্যুতে কয়েক দিন ধরে টালমাটাল বাফুফে। বাটলার পদত্যাগ না করলে খেলা ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন ফুটবলাররা। এ ঘটনায় বাফুফে একটি কমিটিও গঠন করেছিল। এমন পরিস্থিতির মধ্যেই সুমাইয়া পেয়েছেন হত্যা ও ধর্ষণের হুমকি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ এক স্ট্যাটাসে হুমকির কথা জানিয়েছেন সাফজয়ী এই নারী ফুটবলার।