হোম > খেলা > ফুটবল

জয়ে শুরু উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের

ক্রীড়া ডেস্ক

দলে থাকলেও বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখেছেন লুইস সুয়ারেজ। তারপরও বড় জয়ে কোপা আমেরিকা শুরু করল উরুগুয়ে। যৌথভাবে লাতিন ফুটবলের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ক্রিশ্চিয়ান পুলিসিচের নৈপুণ্যে ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৬ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচটির শেষ তিন গোল হয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ৮৫ মিনিটে শেষ পর্যন্ত গোলের দেখা পান ডারউইন নুনেজ। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে উরুগুয়ের ব্যবধানটা ৩-০ করেন মাতিয়াস ভিনা। এর ৩ মিনিট পর একটি গোল শোধ দেন পানামার মাইকেল আমির মুরিলো। 

ডালাসে টিমোথির উইয়াহর পাস থেকে যুক্তরাষ্ট্রকে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে এগিয়ে দেন পুলিসিচ। ৪৪ মিনিটে এই এসি মিলান উইঙ্গার অ্যাসিস্টে স্বাগতিকদের ব্যবধানটা বাড়ান ফ্লোরিয়ান বালোগান। এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। 

এই জয়ে ‘সি’ গ্রুপে ১ ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উরুগুয়ে। দুইয়ে যুক্তরাষ্ট্র। পানামা তিনে, চারে বলিভিয়া।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন