হোম > খেলা > ফুটবল

সব প্রশ্নের, সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেলেন মেসি

সোনালি ট্রফিটার অপেক্ষা ফুরোল লিওনেল মেসির। কত অপেক্ষা, কত স্রোত বয়ে গেল, অবশেষে ফুটবল বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার সৌভাগ্য হলো ফুটবল রাজপুত্রের। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম সাক্ষী হলো রাজকীয় মুহূর্তের। রোমাঞ্চকর ফাইনাল আপন আলোয় আলোকিত করেছেন মেসি।

ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া প্রথম গোলটা মেসির পা থেকেই। আনহেল দি মারিয়ার গোলে ২-০ গোলের লিড নেওয়া আর্জেন্টিনা একপর্যায়ে দুই গোল হজম করে। আবারও আলবিসেলেস্তেদের পথ দেখালেন মেসি। অতিরিক্ত সময়ে গোল করেন। তবে কিলিয়ান এমবাপ্পের গোলে আরও একবার সমতায় ফেরে ফ্রান্স। 

২০১৪ সালে সোনালি ট্রফিটার কাছ থেকে ফিরে এসেছিলেন। আরও একবার কী খালি হাতে ফিরবেন মেসি? রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ বোধ হয় কি মেসির জন্যই লিখেছিলেন, `আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা, নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? ' 

ক্যারিয়ারে দলকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন অসংখ্যবার। কঠিন বৈতরণি পার করেছেন, সেও অসংখ্যবার। পুরস্কারে পুরস্কারে ছেয়ে গেছে ট্রফির শোকেসটা। বাঁ পায়ের ফুটবল শৈলীতে বিশ্বকে মোহিত করেছেন, সেও অসংখ্যবার। চারদিকের প্রশংসা বাণী মেসি নামের সঙ্গে মিশেছে, সেও হাজার-লাখোবার। ৭টি ব্যালন ডি অর'স, ৬ টি ইউরোপীয়ান গোল্ডেন বুট। এতসব কিছুর পরও মেসি জিততে চেয়েছিলেন একটি বিশ্বকাপ শিরোপা। সেটাই হবে ক্যারিয়ারের আলোকিত মুহুর্ত। 

মেসির জন্য উপলক্ষটা ছিল, নাও অর নেভার। ফাইনালটাই আকাশি-নীল জার্সিতে মেসির শেষ ম্যাচ সেটাই আগেই জানিয়েছেন। মেসি পেরেছেন। আর্জেন্টিনা পেরেছে। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন