Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

‘অজুহাত দেওয়ার কিছু নেই, জয়টা তাদের প্রাপ্য’

ক্রীড়া ডেস্ক

‘অজুহাত দেওয়ার কিছু নেই, জয়টা তাদের প্রাপ্য’

আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হলো ২০২২ ফুটবল বিশ্বকাপ। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে স্বাগতিকেরা। কাতার কোচ ফেলিক্স স্যানচেজ মনে করেন, জয়টা ইকুয়েডরের প্রাপ্য ছিল।

গতকাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তিন মিনিটেই গোলের দেখা পেত ইকুয়েডর। কিন্তু অফসাইডে এনার ভ্যালেন্সিয়ার গোলটা বাতিল হয়ে যায়। তবে ১৬ মিনিটে পেনাল্টি থেকেই গোল করেন ভ্যালেন্সিয়া। আর ৩১ মিনিটে ইকুয়েডরের এই ফরোয়ার্ড দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচে ইকুয়েডর তিনটা শট করেছিল কাতারের গোলপোস্টকে লক্ষ্য করে। কিন্তু স্বাগতিক কাতার প্রতিপক্ষের লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। জয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্যানচেজ বলেন,  জানিয়ে কাতার কোচ বলেন,  ‘অজুহাত দেওয়ার কিছু নেই। জয়টা তাদের (ইকুয়েডর) প্রাপ্য। তাদেরকে অভিনন্দন জানাতেই হচ্ছে। আমরা এখান থেকে শিখছি এবং আমি নিশ্চিত পরের ম্যাচে  আমরা ভালো কিছু করতে পারব।’

দেশ ও দল-দুই হিসেবেই গতকাল কাতারের অভিষেক হলো ফুটবল বিশ্বকাপে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কাতারের সমর্থনে দর্শকরা গ্যালারিতে গলা ফাটাচ্ছিলেন। স্বাগতিক দর্শকদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস মুগ্ধ করেছে স্যানচেজকে। কাতার কোচ বলেন, ‘অসাধারণ পরিবেশে খেলা হয়েছে। এই ম্যাচ নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। টুর্নামেন্টের শেষ পর্যন্ত তারা আমাদের সমর্থন দেবে।’

২৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে মাঠে নামবে কাতার। আর ২৯ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকেরা।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার