Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্তই হলেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্তই হলেন ব্রাজিল কোচ
বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার জোর দাবি জানান সমর্থক ও সাবেকরা। গুঞ্জনে ডালপালা মেলে, সে পথেই নাকি হাঁটছিল ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে সেটিই সত্যি হলো।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।'

৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্বে নেন। তার আগে তিনি ব্রাজিলের বিভিন্ন ক্লাব পরিচালনা করেছেন। তাঁর অধীনে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৭টি জয়, ৬টিতে ড্র এবং ৩ ম্যাচে হেরেছে।

দরিভাল কখনো ব্রাজিল জাতীয় দলে খেলেননি। তবে তিনি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আল-হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার জোর আলোচনায় আছেন। এর আগে তারা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা করতে চায়।

দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান ৪ নম্বরে। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার অবশ্য সুযোগ আছে তাদের।

সিটিকে বিদায়ের ঘোষণা ডি ব্রুইনের

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে বসুন্ধরা কিংসের সভাপতি

কোচের নাক টিপে দেওয়ার কাণ্ডে তাহলে নিষিদ্ধ হচ্ছেন মরিনিও

‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’

বিশ্বকাপে ৬৪ দল খেলানোর প্রস্তাব, সমর্থন নেই উয়েফার

বাফুফের ট্রায়ালে দুই প্রবাসী ফুটবলার

ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

প্রতিপক্ষ কোচের নাক টিপে মরিনহোর বিতর্কিত কাণ্ড

গোলের সুযোগ নষ্ট করলেন মেসি, হারল মায়ামিও

রিয়ালের বিপক্ষে ফাইনাল নিয়ে এখনই অত ভাবছে না বার্সা