হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নদের পথ হারানোর কারণ জানালেন টুখেল

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও চেলসি। তুরিনে জুভেন্টাসের ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ইতালির ইউরোজয়ী দলের সদস্য ফেদেরিকো কিয়েসার গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে থমাস টুখেলের দল।

এর আগে প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল চেলসি। এই হারের পর নড়েচড়ে বসেছেন সমর্থকেরাও। দারুণ ছন্দে থাকা চেলসির ছন্দপতন ভাবাচ্ছে দলের কোচ টুখেলকেও। দলের এমন অবস্থার জন্য আগ্রাসী হয়ে না খেলাকেই দুষছেন টুখেল। 

জুভেন্টাসের বিপক্ষে এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। এমনকি শট নেওয়ার ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিল ব্লুজরা। কিন্তু তবু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ম্যাচের পর টুখেল বলেন, ‘আমার ধারণা আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। বল আমাদের দখলে ছিল। আমার মনে হয়, প্রথম ১২ থেকে ১৫ মিনিটে আমরা ওদের ক্ষতিগ্রস্ত করতে পারতাম। আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল এবং দলীয় সমন্বয়ও আরও ভালো হতে পারত।’ 

এমনকি অনুশীলনের প্রভাবও মাঠের খেলায় পড়ছে না বলে মন্তব্য করেছেন টুখেল, ‘আগের দিন আমরা অনুশীলনে খুব ভালো করেছিলাম। কিন্তু আজকে (গতকাল) আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মতে, আমরা অনেক মন্থর ও ক্লান্ত ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দিক থেকেও মানসিকভাবে অনেক পিছিয়ে ছিলাম।’ 

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন