হোম > খেলা > ফুটবল

অবশেষে রিয়াল ছাড়ছেন ব্যর্থ হ্যাজার্ড

অনেক আশা নিয়ে এডেন হ্যাজার্ডকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা পূরণ করতে তাঁকে এনেছিল। কিন্তু ক্লাবের কোনো আশাই পূরণ করতে পারেনি সাবেক বেলজিয়াম তারকা। লস ব্ল্যাংকোসদের হয়ে শুধু বেঞ্চই গরম করেছেন তিনি।

মাঝে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়বেন হ্যাজার্ড। তবে কোনোবারই তার সত্যতা মেলেনি। এবার অবশ্য গুঞ্জন নয়, সত্যি সত্যি রিয়াল ছাড়ছেন তিনি। গতকাল ক্লাব এক বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেছে।

চেলসিতে দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় ২০১৯ সালে হ্যাজার্ডের সঙ্গে চুক্তি করে রিয়াল। পাঁচ বছরের চুক্তির এখনো মেয়াদ রয়েছে এক বছর। তবে দুই পক্ষের সমঝোতায় এ মৌসুমেই শেষ হচ্ছে। রিয়াল বিবৃতিতে লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং হ্যাজার্ড একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে ২০২৩ সালের ৩০ জুন তাকে ক্লাব থেকে ছেড়ে দেওয়া হবে।’

সঙ্গে হ্যাজার্ডকে ভবিষ্যতের শুভকামনাও জানিয়েছে রিয়াল। বিবৃতিতে লস ব্ল্যাংকোসরা আরও লিখেছে, ‘চার মৌসুম হ্যাজার্ড আমাদের দলের অংশ ছিল। এ সময় ৮টি শিরোপা জিতেছে। তাঁর প্রতি রিয়াল ভালোবাসা জানাচ্ছে। সঙ্গে তাঁকে এবং তাঁর পরিবারকে নতুন সময়ের জন্য শুভকামনা।’

কাতার বিশ্বকাপে শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন হ্যাজার্ড। বিদায়ের সময় জানিয়েছিলেন ক্লাব ফুটবলে মনোযোগ দিতে চান। তাই হয়তো রিয়ালের হয়ে আর বেঞ্চ গরম করতে না চেয়ে অন্য কোনো ক্লাবে যোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাবের হয়ে চার মৌসুমে মাত্র ৭৬ ম্যাচ খেলেছেন তিনি। ৭ গোলের বিপরীতে ১২টিতে সহায়তা করেছেন সাবেক বেলজিয়াম অধিনায়ক।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি