হোম > খেলা > ফুটবল

সালাহর পেনাল্টি মিসের মাশুল দিতে হলো লিভারপুলকে  

ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে লেস্টার সিটির কাছে  ১-০ গোলে হেরেছে লিভারপুল। গোলের একাধিক সুযোগ তৈরিও করেও গোল করতে ব্যর্থ হয়েছে অলরেডরা। এমনকি গোল করতে পারেনি স্পট কিক থেকেও। প্রায় চার বছর পর পেনাল্টিতে গোল মিসের মাশুল গুনতে হয়েছে ম্যাচ হেরে।

ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত  লিভারপুল। কিন্তু  ১৫তম  মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর স্পট কিক ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক  কাসপের স্মাইকেল। ফিরতি বলে সালাহর হেড ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে। তৃতীয় দফায় জর্ডান হেন্ডারসন শট লক্ষ‍্যে রাখতে পারেননি! ২০১৭ সালের ২৮ অক্টোবরের পর পেনাল্টি থেকে এই  প্রথমবার গোল করতে পারল না দলটি। সেবারও গোল করতে ব‍্যর্থ হয়েছিলেন সালাহ। এরপর থেকে ২১টি পেনাল্টির সবগুলোই জালে জড়িয়েছে অলরেডেরা।

পেনাল্টি মিসের পরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে সালাহ-মানেরা। কিন্তু লেস্টারের গোলমুখ খুলতে পারেনি। ৬৩ শতাংশ সময়  বল নিজেদের কাছে রেখেছিল লিভারপুল। গোলমুখে শট নিয়েছে ২১টি  যার মধ্যে মাত্র চারটি রাখতে পেরেছে লক্ষ‍্যে। বিপরীতে ঘরের মাঠে লেস্টারের ৬ শটের একটি ছিল লক্ষ‍্যে, আর সেটিই খুঁজে নেয় জাল।

৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছিল  বিধ্বস্ত । এবার রজার্সের দলই চলতি মৌসুমে  অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।

এই হারে পয়েন্ট টেবিলে  শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল।এদিকে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে  লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল