Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

নেইমারের ফেরাটাও হলো অতৃপ্তির

ক্রীড়া ডেস্ক    

নেইমারের ফেরাটাও হলো অতৃপ্তির
চোট থেকে ফিরেই হার দেখলেন নেইমার। ছবি: এএফপি

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরাটা হলো অতৃপ্তির। মাঠে নেমে দেখেছেন সান্তোসের হার। ব্রাজিলিয়ান সিরিয়ায় ফ্লুমিনেন্সের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে নেইমারের দল। এ নিয়ে লিগে তিন ম্যাচেই জয়হীন রইল সান্তোস।

সান্তোসের হয়ে খেলতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। তারপর ব্রাজিলের হয়ে মিস করেছেন বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচ। সান্তোসের জয়ে টানা চার ম্যাচ মাঠের বাইরে থাকার পর গতকাল মাঠে নামেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। তার মাঠে নামার সময় গোলশূন্য ড্র ছিল ম্যাচ। যদিও প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে ফ্লুমিনেন্সই। যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে বেশ। নির্দিষ্ট সময় শেষ হয় গোলশূন্যয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেন স্যামুয়েল হাভিয়ের ব্রিটো। এই ডিফেন্ডারের গোলে হার নিশ্চিত হয় নেইমারদের। ১৭ এপ্রিল সান্তোস মুখোমুখি হবে আতলেতিকো মিনেইরোর।

সিরি আ’তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ফ্লুমিনেন্সের অর্জন ৬ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে তারা। দুই হার ও এক ড্রয়ে ১৮ নম্বরে সান্তোস। দুই জয় ও ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্লামেঙ্গো।

কটূক্তির শিকার হলে ফুটবলারদের পাশে থাকবে বাফুফে

জানা গেল আবাহনী-বসুন্ধরার অমীমাংসিত ফাইনালের সূচি

ফাহামিদুলকে দলে নিতে বলেছে বাফুফে, কোচ কী বলছেন

চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বার্সেলোনা

আলোকস্বল্পতার মধ্যেও খেলতে চেয়েছিল আবাহনী

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা নয়, জিতল বৃষ্টি

কালবৈশাখীতে বন্ধ আবাহনী-কিংসের ফাইনাল

আবাহনীর ১৩ নাকি কিংসের ৪

ইংল্যান্ডে ফুটবল ম্যাচে হঠাৎ ‘আগুন আতঙ্ক’

সদা হাসিখুশি হামজা হঠাৎ কেন এত খেপেছেন