বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে রুনির এসব বিতর্কিত কাজের পরও তাঁকে ক্ষমা করে দিয়েছেন স্ত্রী কোলেন রুনি। পাশাপাশি এ ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন কোলেন।
রুনি-কোলেনের ১৩ বছরের সংসার জীবনে একাধিকবার ঝড় আসে। সেই ঝড়ে ভেঙে পড়তে পারত দুজনের বিয়েও। সর্বশেষ গত জুলাইয়েও ম্যানচেস্টারের একটি হোটেলে মডেলদের সঙ্গে রুনির যুগল ছবি বিব্রতকর অবস্থায় ফেলেছিল কোলেনকে।
তবে এসব কর্মকাণ্ডের জন্য রুনিকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে কোলেন বলেন, ‘আমি জানতাম ওয়েইন (রুনি) কাদের সঙ্গে ঘুরতে যায়। তারা এক সঙ্গে মদ্যপানও করে। এটা ভালো ব্যাপার না। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি, তবে এটা একেবারেই গ্রহণযোগ্য ছিল না।
১২ বছর বয়সে রুনির সঙ্গে প্রথম পরিচয় হয় কোলেনের। স্কুল ছাড়ার পর ১৬ বছর বয়সে তাঁরা সম্পর্কে জড়ান। ২০০৪ সালে এক যৌনকর্মীকে ঘিরে সংবাদের শিরোনাম হন রুনি।
তবে সেখানেই শেষ নয়, এরপর আরও একাধিকবার যৌন কেলেঙ্কারিতে আসে সামনে আসে রুনির নাম। কোলেনের সঙ্গে রুনির সঙ্গেও সম্পর্ক ভাঙার গুঞ্জনও তখন শোনা গিয়েছিল। তবে তখনও রুনিকে ক্ষমা করে দিয়ে তাঁর সঙ্গেই থেকে যান কোলেন।