ক্রীড়া ডেস্ক
কত কাণ্ডই ঘটে গেছে গত সপ্তাহে। টমাস টুখেলের অধীন প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে নেমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শেষে আরেক ঘটনা। বাভারিয়ান সতীর্থ লেরয় সানেকে মুখে ঘুষি দিয়ে এক ম্যাচ নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা গুনতে হয়েছে সাদিও মানেকে।
তবে আজ সেই সব পুরোনো ‘শত্রুতা’ ভুলে নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সিটির বিপক্ষে শেষ আটের ফিরতি লেগে একসঙ্গে আক্রমণভাগে ঢেউ তুলতে হবে সানে-মানেকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে হলে প্রত্যাবর্তনের গল্প লেখা ছাড়া উপায় নেই বায়ার্নের। প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে হেরেছে টুখেলের দল। হুলিয়ান নাগেলসমানের বরখাস্ত হওয়ার পর বায়ার্নের দায়িত্ব নিলেও এখনো সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি জার্মান কোচ।
গত ম্যাচে বুন্দেসলিগায় হফেনহেইমের বিপক্ষে ড্র করেছে বায়ার্ন। নিষেধাজ্ঞায় পড়ে সেই ম্যাচে ছিলেন না মানে। তবে গতকাল সানে-মানে দুজনই অনুশীলন করেছেন। দুজনের এই দ্বন্দ্বের কারণে দ্বিতীয় লেগে বায়ার্নকে এগিয়ে রাখছেন গার্দিওলা। ম্যাচের আগে মিউনিখে সিটি কোচ বলেছেন, ‘মাঝেমধ্যে দলকে শক্তিশালী করতে দ্বন্দ্ব দরকার। এটা তাদের (বায়ার্ন) দুর্বল পয়েন্ট নয়। আমাদের বিপক্ষে তাদের শক্তশালী পয়েন্ট।’
এই ম্যাচ দিয়ে পুরোনো ঠিকানায় ফিরছেন গার্দিওলা। ২০১৩-১৬ পর্যন্ত বায়ার্নের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বাভারিয়ানদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেনি, তবে এখন তিনি সিটিকে স্বপ্ন দেখাচ্ছেন ইউরোপ রাজদণ্ডের।