হোম > খেলা > ফুটবল

বার্সা সভাপতির সঙ্গে কী কথা হয়েছে মেসির বাবার 

ক্রীড়া ডেস্ক

যতই দিন যাচ্ছে, লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা উঁকি দিচ্ছে। কান পাতলেই শোনা যায় মেসির বার্সায় ফেরার গুঞ্জন। মেসির বাবা হোর্হে মেসি এবার দেখা করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে। 

মেসির বাবার সঙ্গে লাপোর্তার সাক্ষাতের কথা জানিয়েছে স্পেনের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম কাদেনা সার। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, কদিন আগে মেসির বাবা ও এজেন্ট দেখা করেছেন লাপোর্তার সঙ্গে। বার্সায় মেসির ফেরার ব্যাপারে কোনো আলাপ হয়নি। তবে মেসিকে সম্মান জানাতে ক্যাম্প ন্যুতে এক বিশেষ ম্যাচ আয়োজন করার কথা উল্লেখ করেছেন বার্সা সভাপতি।

২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান মেসি। এ বছরের জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি না বাড়ানোর সম্ভাবনাই বেশি। কেননা, গত মাসে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়েছে। এমন অবস্থায় অনেক জায়গায়, বিশেষ করে বার্সার কথা শোনা যাচ্ছে বেশি।

এর আগেও মেসিকে পরোক্ষভাবে বার্সেলোনায় ফেরানোর চেষ্টা করেছিলেন লাপোর্তা। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সার বর্তমান সভাপতি। এ ব্যাপারে লাপোর্তা তখন বলেন, ‘আমি হোর্হে মেসির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলেছি এবং মেসিকে সম্মান জানাতে একটি বিশেষ ম্যাচ আয়োজন করতে চাই। সে এখন পিএসজিতে আছে। তাই আমি বলতে চাই না যে সে ফিরবে কি ফিরবে না।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন