হোম > খেলা > ফুটবল

হ্যারি কেনকে জ্বলতে দেয়নি স্কটল্যান্ড

ঢাকা: জয় দিয়ে ইউরো শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারানোর পর কাল স্কটল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই নেমেছিল থ্রি লায়নসরা। তবে সাউথগেটের শিষ্যদের দারুণভাবে রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্কটল্যান্ড। নিজেদের প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি ইংলিশরা। ম্যাচে আলো ছড়াতে পারেননি ইংলিশ অধিনায়ক হ্যারি কেনও।

ম্যাচের প্রথমার্ধে কেন সফলভাবে পাস দিতে পেরেছেন দুটি । এই সময়ে একবার গোলমুখে শট নিয়েছেন কেন। সেটিও পোস্টে রাখতে পারেননি। ম্যাচে ইংলিশ অধিনায়ক এতটাই নিষ্প্রভ ছিলেন যে প্রথমার্ধে বলে পা ছোঁয়াতে পেরেছেন ১০ বার। অন্যদিকে দারুণ খেলেছে স্কটিশদের রক্ষণভাগ। সেটি অবশ্য স্বীকার করেছেন কেন। ম্যাচ শেষে কেন বলেছেন, ‘ম্যাচটা সহজ ছিল না। তাদের রক্ষণ দারুণভাবে আমাদের প্রতিহত করেছে। সঠিক সময়ে দারুণ কিছু ব্লক করেছে—এটাই তো ফুটবল। তাছাড়া ইউরোতে কোনো ম্যাচই সহজ নয়। তারা নিজেদের সেরা ফুটবলটাই খেলেছে।’

ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটও স্কটিশদের কৃতিত্ব দিয়েছেন। মাঠে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে না পারাকেই ড্রয়ের কারণ হিসেবে দেখছেন সাউথগেট। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা পাসিং নিয়ে এখনো কাজ করছি। মাঠে জায়গা বের করে নিতে আমরা উঁচু স্তরের ফুটবল খেলি, কিন্তু এই কাজটা স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকমতো করতে পারিনি। তারাও দুর্দান্ত খেলেছে, তাই আমরা গোলমুখ খুলতে পারিনি।’

গ্রুপ পর্বে ইংল্যান্ড নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। ২৩ জুন ওয়েম্বলির সেই ম্যাচেই ইংলিশদের নকআউট পর্বের ভাগ্য নির্ধারিত হবে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কেনের দল এখন টেবিলের দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে চেক প্রজাতন্ত্র।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি