হোম > খেলা > ফুটবল

আলভেজের গ্রেপ্তারে দুঃখ পেয়েছেন জাভি

বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ। সময়ের পরিক্রমায় একসময়ের দুই সতীর্থের অবস্থান এখন দুই মেরুতে। বার্সেলোনার কোচের দায়িত্বে আছেন এখন জাভি। আর নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। পুরোনো সতীর্থ গ্রেপ্তার হওয়ায় মর্মাহত হলেন জাভি।

গত পরশু কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজের গ্রেপ্তারে যেন ভাষা হারিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন অবস্থায় মন্তব্য করা কঠিন। আমি খুবই মর্মাহত হয়েছি। এখানে বিচারের প্রশ্ন আসে। দানির জন্য খুব খারাপ লাগছে।’

গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৯ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমা গত পরশু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি