হোম > খেলা > ফুটবল

গ্রেমিওর জার্সিতে অভিষেকেই হ্যাটট্রিক সুয়ারেজের

ক্রীড়া ডেস্ক

স্বপ্নের মতো ব্রাজিল অভিযান শুরু করলেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে গ্রেমিও।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু যে শেষ হয়নি তা প্রমাণ করলেন সুয়ারেজ আবারও। ম্যাচের ৩৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। প্রতিটি গোলের ফিনিশিংটা ছিল চোখে লেগে থাকার মতো।

ম্যাচের পঞ্চম মিনিটেই নিজের জাত চেনানো শুরু করেন সুরারেজ। প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান তিনি। ৩২ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক পূরণ করেন ৩৮ মিনিটের দুর্দান্ত এক ভলিতে।

এর আগে ক্যারিয়ারে ২৯টি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। তবে গতকালকের হ্যাটট্রিকটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। এর আগে কখনো অভিষেকে হ্যাটট্রিক করেননি তিনি।

অভিষেক ম্যাচে তাঁর সর্বোচ্চ গোল ছিল দুটি ২০২০ সালে অ্যাতলেতিকোর মাদ্রিদের হয়ে।

ব্রাজিলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টটির ফাইনালে ক্যাম্পেনেতো গাউচার লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল মুখোমুখি হয়। সেই হিসেবে গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল সাও লুইজ ও গ্রেমিও। ৪-১ গোলের জয়ে শিরোপা দিয়েও ব্রাজিলের অভিষেকটা রাঙালেন সুয়ারেজ।

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

সেকশন