হোম > খেলা > ফুটবল

মার্তিনেজের ইন্টারকে হারিয়ে শিরোপা মিলানের

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩: ১৩
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩: ১৩
ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান। ছবি: এসি মিলান

দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।

প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মেহেদি তারেমি। তারপরই ঘুরে দাঁড়ায় মিলান। থিও হার্নান্দেজের ব্যবধান কমানোর পর সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিস। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন টামি আব্রাহাম।

এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেজ। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ৪৭ মিনিটে।

তারপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ৫২ মিনিটে ব্যবধান কমান হার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০ তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিস। হার্নান্দেজের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এ ফরোয়ার্ড। নির্দিষ্ট সময় শেষ হয় ২-২ সমতায়। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ৩-২ ব্যবধান করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে হবে এবারের সাফ

মেসিভক্ত ইব্রাহিমের ‘রোনালদোর মতো’ উদ্‌যাপন

মোহামেডানকে বিদায়ের পথ দেখালেন ইব্রাহিম