হোম > খেলা > ফুটবল

লিভারপুলের মালিকানার কিছু অংশ ছেড়ে দিচ্ছে এফএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মালিকানা এখন হরহামেশাই পরিবর্তন হচ্ছে। এখন লিভারপুলও তাদের মালিকানার কিছু বিক্রি করে দিচ্ছে। ইংল্যান্ডের ওয়েবসাইট ‘দ্যা অ্যাথলেটিক’ লিভারপুলের মালিকানা বিক্রির খবর জানিয়েছে।

লিভারপুলের মূল অংশের মালিকানা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি)। এই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে মালিকানার কিছু অংশ ছেড়ে দেওয়ার। এ জন্য এফএসজি বিভিন্ন পার্টিদের অফার দিচ্ছে। এফএসজি ২০১০ সালে লিভারপুল কিনে নিয়েছিল। 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে মালিকানা পরিবর্তনের ব্যাপারে অনেক গুঞ্জন উঠেছে। লিভারপুলে এফএসজির মালিকানা নিয়ে আমাদের অনেক জিজ্ঞেস করা হচ্ছে। লিভারপুলের মালিক হতে অনেক তৃতীয় পার্টিই আগ্রহ প্রকাশ করেছে। এফএসজি এর আগেও বলেছে, সঠিক নিয়ম ও শর্ত মেনে লিভারপুলের বৃহত্তর স্বার্থে আমরা নতুনদের কাছে মালিকানা দিয়ে যাব।আমরা সব আপডেট আপনাদেরকে জানাব।’

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে লিভারপুলের। এফএ কাপ এবং ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এই দুটোতে হয়েছিল রানারআপ।

তবে চলতি মৌসুমটা লিভারপুলের জন্য কাটছে অম্লমধুর। তারা প্রিমিয়ার লিগে এখন আছে আট নম্বরে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ রানারআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে লিভারপুল। শেষ ষোলোতে অলরেডদের প্রতিপক্ষ গত চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল