হোম > খেলা > ফুটবল

মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জের চমক

আজকের পত্রিকা ডেস্ক­

মোহামেডান-রহমগঞ্জের ম্যাচের দৃশ্য। ছবি: বাফুফে

প্রিমিয়ার লিগে ১০ জন নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আজ ফেডারেশন কাপে সেই ১০ জনের মোহামেডানকে ১-০ গোলে হারাল রহমতগঞ্জ।

কিংস অ্যারেনায় একের পর এক আক্রমণ করেও রহমতগঞ্জের জাল খুঁজে পায়নি মোহামেডানের ফুটবলাররা। উল্টো ১০ জনে পরিণত হওয়ার আগেই এক গোল হজম করে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রহমতগঞ্জের রাজন।

এদিন ৮৩ মিনিটে অনেকটাই ধারার বিপরীতে গোল পায় রহমতগঞ্জ। বক্সে ঢুকে রাজন হাওলাদার কাটব্যাক করলে এক ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বলে ৬ গজের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে এক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করেন রাজন। যদিও তার আগে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি মোহামেডান।

এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বিদেশি ফুটবলার ছাড়ায় চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর হয়ে একটি করে গোল করেছেন ইয়াসিন, ইব্রাহিম ও সুমন রেজা।

যদিও চট্টগ্রাম আবাহনীর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। জোড়াতালি দিয়ে দল গড়ায় মাঠেও তার ছাপ স্পষ্ট। প্রিমিয়ার লিগেও হারের বৃত্তে তারা। এবার ফেডারেশন কাপের শুরুটাও হলো বাজেভাবে।

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়