ক্রীড়া ডেস্ক
খেলার মাঠে ভক্ত-সমর্থকদের হুটহাট ঢুকে পড়াটা নতুন কিছু নয়। খেলোয়াড়দের সঙ্গে তাদের (ভক্ত-সমর্থক) খুনসুটিও দারুণ জমে ওঠে। এমন ঘটনায় এবার ইরানের এক ফুটবলার ধরা খেয়েছেন।
ইরানের এক সংবাদপত্র ‘দৈনিক খবর ভারজেশি’ গত রাতে সংবাদ প্রকাশ করেছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই মূলত তিনি নিষিদ্ধ। ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে মুখোমুখি হয় অ্যালুমিনিয়াম আরাক ও এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁকে (নারী ভক্ত) আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাঁকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫ লাখ ১৫ হাজার টাকা।
হোসেইনির নিষিদ্ধ হওয়ার ম্যাচে এসতেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এসতেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এসতেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।
১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিল। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাঁরা (নারী ভক্ত) মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।