হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের খেলার ধরন নিয়ে খেপেছেন স্প্যানিশ নারী ফুটবলার

প্যারিস অলিম্পিকে ব্রাজিল নারী ফুটবল দলের পথচলা ছিল বন্ধুর। গ্রুপ পর্বে স্পেনের কাছে হেরে বাদ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ব্রাজিলের। সেই ব্রাজিল ফাইনালে উঠল স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়েই।

কার্ডের ঝামেলা থাকায় পরশু স্পেনের বিপক্ষে নারী ফুটবলের সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের মার্তা। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেও ব্রাজিল কোনো সমস্যায় পড়েনি। উল্টো স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। নিজেদের হার নিয়ে অজুহাত স্প্যানিশ তারকা ফুটবলার জেনিফার হারমোসো কোনো অজুহাত দেননি ঠিকই। তবে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন হারমোসো। স্পেনের সালমা পারায়উয়েলো ব্যবধান কমানো যে গোলটি করেছেন, তা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১২ মিনিটে। প্রথমার্ধেও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।

বাড়তি সময় এত বেশি হওয়ার পেছনে ব্রাজিলকে দায়ী করেছেন হারমোসো। স্প্যানিশ নারী ফুটবলারের দাবি, ব্রাজিল বাজে ফুটবল খেলেছে এবং সময় নষ্ট করেছে। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল শেষে সাংবাদিকদের হারমোসো বলেন, ‘আমার কাছে এটা ফুটবল মনে হয়নি। এমন ফুটবল পছন্দ হয়নি। অবশ্যই তারা বাড়তি সময় পেয়েছে। তারা আপনাকে সময় নষ্ট করতে বাধ্য করেছেন।’

গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালসহ ৪ ম্যাচে ৩ গোল করেছে ব্রাজিল। সেই ব্রাজিলই সেমিতে স্পেনের জালে দিয়েছে চার গোল। হারমোসো বলেন, ‘এমন এক দলের কাছে ৪ গোল হজম করেছি, যারা ফুটবল খেলতেই জানে না। তবে দিনশেষে তো গোলটাই হিসেব করা হয়। কীভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা নিয়ে তারা গবেষণা করেছে।’

ব্রাজিলের কাছে ৪-২ গোলের হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন না হারমোসো। তাতে নিজেদের কৌশলগতগ ভুল ছিল বলে মনে করেন স্প্যানিশ নারী ফুটবলার। সাংবাদিকদের হারমোসো বলেন, ‘তারা (ব্রাজিল) ফাইনালে উঠেছে। আমরা (স্পেন) খেলব ব্রোঞ্জের জন্য। এটা আমাদেরই ভুল ছিল। আমাদের ফুটবলটা খেলতে পারিনি। নিজেদের দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ হয়েছে। তবে প্রতিপক্ষের কাছে ৪-২ গোলে হারাটা মেনে নেওয়া কঠিন।’

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন