Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ ফাইনাল কবে

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল-আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ ফাইনাল কবে

শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। কারণ পরবর্তী ফুটবল বিশ্বকাপ হবে ২০২৬ সালে। তাছাড়া ব্রাজিল-আর্জেন্টিনা কখনোই বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি। তবে এই ফাইনাল ফুটসাল বিশ্বকাপ ফাইনাল। এটার আয়োজকও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। 

ফিফা ফুটসাল বিশ্বকাপকে ফুটবলের ঘরোয়া সংস্করণ কিংবা অভ্যন্তরীণ ফুটবলও বলে থাকেন অনেকে। উজবেকিস্তানে চলছে এই ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ঘরোয়া ফুটবলটির এবারের আসরে পরশু তাসখন্দের হুমো অ্যারেনায় প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ব্রাজিল। ঠিক তার পরের দিন একই মাঠে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। হুমো অ্যারেনায় গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে হারায় ফ্রান্সকে। তাসখন্দে পরশু বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটসাল ফাইনাল। 

ফুটবল বিশ্বকাপের মতো ফিফা ফুটসাল ফাইনালেও এর আগে কখনো মুখোমুখি হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী যখন এবার শিরোপার লড়াইয়ে নামছে, তাদের মধ্যে কাকতালীয় মিল দেখা গেছে। প্রথম সেমিফাইনালে ইউক্রেনের বিপক্ষে সেলেসাওরা জিতেছিল ৩-২ গোলে। আর্জেন্টিনাও গত রাতে একই ৩-২ ব্যবধানে হারায় ফ্রান্সকে। আর্জেন্টিনার তিন গোলের মধ্যে জোড়া গোল করেছেন কেভিন আরিয়েতা। অপর গোলটি করেন আনহেল ক্লদিনিও। ফ্রান্সের গোল দুটি করেন নিকোলাস মেনেন্দেজ এবং মামাদু তৌরে। 

ব্রাজিল-আর্জেন্টিনা যখন পরশু ফুটসালের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে, সেদিন সান্ত্বনার লড়াইয়ে নামবে ফ্রান্স-ইউক্রেন।  হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ইউক্রেন-ফ্রান্স তৃতীয় নির্ধারণী ম্যাচ। ফুটসালে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটি সবশেষ শিরোপা জেতে ২০১২ সালে।  একবার যে সেলেসাওরা রানার্সআপ হয়েছিল, সেটা ২০০০ সালে। সবশেষ ২০২১ সালে আয়োজিত ফুটসালে রানার্সআপ হয় আর্জেন্টিনা। তিন বছর আগে আলবিলেস্তেদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল। একবারের মতো ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হয় ২০১৮ সালে। 

ফুটসাল মাঠের দৈর্ঘ্য সাধারণত ৩৮ থেকে ৪২ মিটার হয়। প্রস্থ ২০ থেকে ২৫ মিটার। প্রতি অর্ধে খেলা হয় ২০ মিনিট করে। ৫ জন করে ফুটবলার থাকেন দুই দলে। অফসাইড নেই। তবে ফুটবলের মতো লাল কার্ড ও হলুদ কার্ডের নিয়ম আছে। ফুটসালই হোক বা আন্তর্জাতিক ম্যাচ, ব্রাজিল-আর্জেন্টিনা মানেই অন্য রকম আবহ। আন্তর্জাতিক ফুটবলে দল দুটি তেমন মুখোমুখি না হলেও যখনই খেলা হয়, তখনই দেখা যায় আলোচিত ঘটনা। হুমো অ্যারেনায় পরশু যে আলোচিত কিছু হবে না, সেটার নিশ্চয়তা কোথায়।

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান