হোম > খেলা > ফুটবল

বয়সকে যেভাবে জয় করেছেন বেনজেমা

বয়সের সঙ্গে করিম বেনজেমার খেলার ধার যেন আরও বেড়েছে। ৩৪ পেরোনো বেনজেমা নিজের সেরা সময়টা পার করেছেন গত মৌসুমেই। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন এই ফরাসি স্ট্রাইকার, যা তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও অনেক বাড়িয়ে দিয়েছে। তার আগে অবশ্য আজ আরও একটি শিরোপা জয়ের দুয়ারে দাঁড়িয়ে বেনজেমা, যেখানে উয়েফা সুপারকাপের লড়াইয়ে এইনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হবে তাঁর দল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে বেনজেমা শুনিয়েছেন বয়সকে জয় করার রহস্যের কথা। বলেছেন, পরিশ্রম দিয়েই বয়সের ছাপ আড়াল করেছেন তিনি।

গত মৌসুমে অবিশ্বাস্য ছন্দে ছিলেন বেনজেমা। তাঁকে থামানোই যেন মুশকিল হচ্ছিল প্রতিপক্ষ ডিফেন্ডারদের। অথচ এই মৌসুমেই ৩৫-এ পা দেবেন বেনজেমা। এ নিয়ে অনুভূতি জানতে চাইলে বেনজেমা বলেছেন, ‘আমরা আর কখনো তরুণ হব না। তবে এটা বয়সের ব্যাপার না। আমার শরীর ভালো বোধ করে, কারণ আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

এদিকে দারুণভাবে শেষ করা রিয়ালের মৌসুমটা আরও রঙিন হবে আজ রাতে সুপারকাপের শিরোপা জিততে পারলে। এই ম্যাচ নিয়ে বেনজেমা বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রাক মৌসুম ভালো কেটেছে, আমরা এখন প্রস্তুত।’

শিরোপা জেতার ব্যাপারে প্রত্যয়ী বেনজেমা আরও বলেছেন, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। নিজেদের সেরাটা দিয়েই আমাদের জিততে হবে এবং শিরোপা নিয়ে মাদ্রিদ ফিরতে হবে। আমি অধিনায়ক হিসেবে গর্বিত, তবে দলই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা