হোম > খেলা > ফুটবল

দেশের ফুটবলকে এগিয়ে নিতে ব্রাজিলকে পাশে চায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের একজন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

ব্রাজিলের কোনো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটা প্রথম বাংলাদেশ সফর হওয়ায় মাউরো ভিয়েরার এই সফরের বিশেষ তাৎপর্য আছে। মাউরো ভিয়েরার এই সফরের আলোচিত একটি বিষয় ছিল বাংলাদেশের ফুটবলও। যদিও চুক্তিতে কী কী বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, সেটার দেখভাল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানা গেছে, এবার ভিয়েরার সফরে ফুটবল নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন, চুক্তি নিয়ে আগ্রহ আছে ব্রাজিলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জানতে চাওয়া হয়েছিল, চুক্তি হলে তাদের দাবি-দাওয়া কী থাকতে পারে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমরা যথেষ্টই চেয়েছি। কিন্তু চুক্তি মূলত আগেই প্রস্তুত করা হয়েছে। ব্রাজিল যতটুকু দিতে চাইবে, চুক্তিতে ততটুকুই উল্লেখ করা থাকবে। এটা মন্ত্রণালয় প্রস্তুত করেছে, আমাদের বলা হয়েছিল আমরা আরও কিছু যোগ করতে চাই কি না। আমরা কোচ, একাডেমি, প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। বিশেষ করে ব্রাজিলের বয়সভিত্তিক নারী-পুরুষ দলকে নিয়মিত যেন বাংলাদেশে খেলতে আসে। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো বাংলাদেশে খেললে সেটা আমাদের বড় উপকার হবে।’

ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে দেখা হয়েছিল একবারই। ১৯৯০ সালে সুইডেনে গোথিয়া কাপে ব্রাজিল অনূর্ধ্ব-১৪ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই দলে ফুটবলারদের বয়স নিয়ে বাংলাদেশেই উঠেছিল বিতর্ক।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন