হোম > খেলা > ফুটবল

১০ জনের চেলসির বিপক্ষে কম গোলের ‘আক্ষেপ’ আনচেলত্তির 

চ্যাম্পিয়নস লিগ এলেই রিয়াল মাদ্রিদকে দেখা যায় ভিন্ন রূপে। ১০ জনের চেলসির বিপক্ষে গতকাল কোয়ার্টার ফাইনালে সহজ জয়ই পেয়েছে রিয়াল। তবে এই ম্যাচে রিয়ালের গোল কম হয়েছে বলে মনে করছেন কার্লো আনচেলত্তি।

সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। দ্বিতীয়ার্ধে হঠাৎ করে খেলোয়াড়ের সংখ্যা কমে যায় চেলসির। ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেন চিলওয়েল। রিয়াল স্ট্রাইকার রদ্রিগোর জার্সি ধরে সজোরে টান দিয়েছেন চিলওয়েল। ১০ জনের এই চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় পায় রিয়াল। যেখানে ২১ মিনিটে গোল করেন করিম বেনজেমা এবং ৭৪ মিনিটে গোল করেন মার্কো আসেনসিও। এই ম্যাচে আরও গোলের আশা করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আমরা লিড নিতে চেয়েছিলাম এবং লিড পেয়েছি। তাদের ১০ জনের বিপক্ষে আমাদের আরও ভালো করা উচিত ছিল। কিন্ত শেষের দিকে আমাদের শক্তি কিছুটা ফুরিয়ে এসেছিল। তবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে।

গতকাল চেলসির বিপক্ষে বেশ দাপটের সঙ্গে খেলেছে রিয়াল। বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ এবং প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১০টি শট করেছিল। কিন্তু কাজে লাগাতে পেরেছে দুটি। আনচেলত্তির মতে, দ্বিতীয় লেগে লড়াই বেশ কঠিন হবে। যেখানে ফিরতি লেগ হবে স্টামফোর্ড ফ্রিজে। রিয়াল কোচের ভাষ্য, ‘আমাদের আবারও ভুগতে হবে কারণ চেলসি বেশ দারুণ দল। আমাদের আরও ৯০ মিনিট লড়তে হবে। স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি