Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার হোঁচট, নেইমারকে ছাড়াই জিতল ব্রাজিল 

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার হোঁচট, নেইমারকে ছাড়াই জিতল ব্রাজিল 

নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটা ২২ থেকে ২৩ ম্যাচে নিয়ে গেছে আর্জেন্টিনা। তবে এবার জিতে নয়, ড্রয়ে। প্যারাগুয়ের আসুনসিওনে আজ স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আলবিসেলেস্তেরা। 

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আগের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে সেই ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেনি তারা। এই ড্রয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের দুইয়ে আছে দুইবারের বিশ্বকাপজয়ীরা। 

এদিন প্যারাগুয়ের বিপক্ষে গোলের অনেকগুলো সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেগুলো কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। চোটে পড়ে কোপা আমেরিকাসহ আর্জেন্টিনার সর্বশেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত খেলা লাওতারো মার্টিনেজ ছিলেন না একাদশে। বল দখল, গোলপোস্টে শট সব দিক দিয়ে এগিয়ে থেকেও পুরো ম্যাচে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা জিততে না পারলেও দিনের আরেক ম্যাচে জিতেছে ব্রাজিল। কারাকসে ভেনেজুয়েলার বিপক্ষে তারা জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। 

এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে টেবিলের শীর্ষে আছে তিতের দল। আর্জেন্টিনার সমান ৯ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২৭। 

নেইমারবিহীন ব্রাজিল এদিন প্রথমার্ধের ১১ মিনিটে গোল খেয়ে বসে। ফরোয়ার্ড এরিক রামিরেজ হেডে গোল করে এগিয়ে দেন ভেনেজুয়েলাকে। এই এক গোলেই শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধেও গোল পেতে অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। ৭১ মিনিটে মারিকিনিওসের হেড থেকে গোলে সমতায় ফেরে সেলেসাওরা। দ্বিতীয় গোল পেতে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি। ৮৫ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করেন গ্যাব্রিয়েল। যোগ করা সময়ের পাঁচ মিনিটে ব্রাজিলকেও আরও একটি গোল উপহার দেন অভিষিক্ত আন্তনির।

লিভারপুলের বিপক্ষে পিএসজির অগ্নিপরীক্ষা

আর্জেন্টিনার বন্যার্তদের জন্য প্রাণ কাঁদছে মেসির

ভারত ম্যাচের আগে জাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা