হোম > খেলা > ফ্রি হিট

সাকিব-তামিমের ‘যুদ্ধ’ কতটা প্রভাব ফেলবে দলে

অয়ন রায়, ঢাকা 

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল গতকাল পৌঁছে গেছে গুয়াহাটিতে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হলো, শক্তি দুর্বলতার জায়গা কোথায়—এসব বিশ্লেষণমূলক আলাপ-আলোচনা বেশি হওয়ার কথা। তবে বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। তামিম ইকবাল-সাকিব আল হাসানের দ্বন্দ্ব নিয়ে এখন সংবাদ হচ্ছে নিয়মিত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে গেছেন বিসিবির কর্মকর্তারাও। 

তামিম-সাকিব দ্বন্দ্বের ঘটনা অবশ্য বেশ কয়েক বছরের পুরোনো। সেই পুরোনো ঘটনা নিয়ে এত দিন কানাঘুষা কম ছিল। এ বছরের ফেব্রুয়ারিতে সেই পুরোনো কাসুন্দি ঘেঁটে গণমাধ্যমের সামনে প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখনই বেশ হইচই শুরু হয়ে যায়। যেখানে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু হতে বাকি ছিল অল্প কিছুদিন। আর জুলাই মাসে হওয়া ‘তামিমের অবসর ও অবসর ভেঙে ফেরার ঘটনার’ পর থেকে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। সেখানে জড়িত ছিল ফিটনেস ইস্যু, বিশেষ করে তাঁর কোমরে ব্যথার ব্যাপারটা। যে ব্যথায় তামিম ভুগছেন গত বছরের নভেম্বর থেকে। সেই ফিটনেসের কারণে তামিম ওয়ানডের অধিনায়কত্ব ছেড়েছেন, খেলেননি এশিয়া কাপও। মূলত বিশ্বকাপকে সামনে রেখেই তিনি ফিট হওয়ার চেষ্টা করছিলেন। 

বিশ্বকাপকে সামনে রেখে যখন বাংলাদেশের দল ঘোষণা হবে হবে অবস্থা, তখন আবারও আলোচনায় তামিমের ফিটনেস ইস্যু। বিশ্বকাপে ফিট তামিমকে পাওয়া যাবে কি না তা নিয়ে চলতে থাকে কথাবার্তা। এমনকি গুঞ্জনও উঠেছিল, তামিম বিশ্বকাপে নাকি ৫টার বেশি ম্যাচ খেলবেন না (যদিও পরে তা ভুল প্রমাণিত হয়েছে)। বিশ্বকাপের দল ঘোষণার কয়েক ঘণ্টা আগে (২৫ সেপ্টেম্বর মধ্যরাতে) পাপনের বাসায় ওয়ানডে অধিনায়ক সাকিব, কোচ চন্ডিকা হাথুরুসিংহে বৈঠকে বসেছিলেন। বাংলাদেশের বাঁহাতি ওপেনারের ফিটনেস ইস্যুই আলোচনার বিষয়বস্তু ছিল বলে আলোচনা করা যাচ্ছে। পরের দিন (২৬ সেপ্টেম্বর) দল ঘোষণার আগে বিসিবিতে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বৈঠক করেছিলেন বোর্ড কর্মকর্তারা। তখন অনেকটাই বোঝা গিয়েছিল তামিম থাকছেন না বিশ্বকাপ দলে। শেষমেশ তাঁকে (তামিম) ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর মনে হচ্ছিল, ঘটনা এখানেই শেষ। তবে ‘পিকচার আভি বাকি হ্যায়’ বলেও তো একটা কথা আছে। গতকাল সকালে ফেসবুকে মাশরাফির স্ট্যাটাসে জানা গেছে, বাদ নয়, স্বয়ং তামিমই থাকতে চাননি দলে। কয়েক ঘণ্টাখানেক পর বাংলাদেশের বাঁহাতি ওপেনার নিজের ভেরিফাইড পেজে বলেন, ‘আজ বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।’ যেই কথা, সেই কাজ। বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১২ মিনিটের এক ভিডিও বার্তা দিয়েছেন। 

১২ মিনিটের সেই ভিডিও বার্তায় কান্না চেপে রেখে আবেগ জড়ানো কণ্ঠে কথা বলেছেন তামিম। সেখানে চমকে দেওয়ার মতো অনেক কথা বলেছেন। তামিমের কথার সারমর্ম হলো, চলতি সপ্তাহের শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দু-এক দিন পর তাঁকে (তামিম) নাকি ফোন দিয়েছিলেন বিসিবির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। তাঁকে বলা হয়েছিল, বিশ্বকাপে গেলে তাঁকে (তামিম) অনেক ম্যানেজ করে খেলতে হবে। এমনকি অভ্যস্ত পজিশন থেকে নেমে গিয়ে মিডল অর্ডারে ব্যাটিং করা হতে পারে। ব্যাটিং অর্ডার বদলানোর কথা শুনে তামিম যেন ভাষা হারিয়ে ফেলেছেন। কেননা ১৬-১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৫২ ইনিংসের ৪৫১ ইনিংসে ব্যাটিং করেছেন ওপেনিংয়ে। 

তা ছাড়া তামিম বিশ্বকাপে ৫ ম্যাচ খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আর তাঁর ভাষ্যমতে, মেডিকেল রিপোর্টে বিশ্বকাপের আগে ইনজুরি ম্যানেজমেন্টের কথা বলা হয়েছিল। ফিজিওর রিপোর্ট অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ম্যাচ খেলার জন্য তিনি ফিট। এরপর ২৭ সেপ্টেম্বর দল গুয়াহাটি পৌঁছার পর একদিন বিরতি দিয়ে (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ২ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। যদি তামিম লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ না খেলেন, তাহলে তাঁর মোট ১০ সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে। সে ক্ষেত্রে প্রথম ম্যাচ খেলতে তাঁর অসুবিধা হওয়ার কথা না। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। তবে বোর্ডের এমন ‘নোংরামির’ কারণে সরিয়ে নিয়েছেন বলে তিনি দাবি করেছেন। 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর ভক্ত-সমর্থকদের যে ক্ষোভ ছিল, তা আরও বেড়ে যায় তামিমের ভিডিও বার্তার পর। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব, পাপন, হাথুরুসিংহেকে কটাক্ষ করে তির্যক মন্তব্য করতে থাকেন ভক্ত-সমর্থকেরা। তামিমের ভিডিও বার্তার রেশ কাটতে না কাটতেই রাত ১১টায় বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কথা অনুযায়ী, তামিম বাচ্চাদের মতো কাজ করেছেন। যদি তামিমকে বোর্ড থেকে ব্যাটিং অর্ডারে নিচে খেলার প্রস্তাব দেওয়া হয়, সেটাতে দোষের কিছু দেখছেন না সাকিব। আর তামিম পাঁচ ম্যাচ খেলবেন কি না, সে ব্যাপারে সরাসরি কিছু সাকিব সরাসরি কিছু বলেননি ঠিকই। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দাবি করেছেন, তামিম নাকি বেছে বেছে ম্যাচ খেলতে চেয়েছেন। আর বিশ্বকাপ শেষ হলে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সাকিব। 

অন্যদিকে ভারতেও বিরাট কোহলি-রোহিত শর্মার মধ্যে সম্পর্কের শীতলতার গুঞ্জন শোনা গেলেও তা ওই পর্যন্তই। আজ পর্যন্ত তা প্রমাণ করা যায়নি। মাঠে যেমন তাঁরা (কোহলি-রোহিত) কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন, মাঠের বাইরেও তাঁদের সম্পর্ক তেমন। এমনকি সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থাকা অবস্থায় গত বছর কোহলির অধিনায়কত্ব চলে যায় ঠিকই। তবে জল বেশি দূর গড়ায়নি। ইনস্টাগ্রামে একে অপরকে (কোহলি-সৌরভ) আনফলো করার পর করমর্দন করেছেন। সেখানে বাংলাদেশের চিত্র ঠিক উল্টো। ড্রেসিংরুমের ব্যক্তিগত বিষয়গুলো এখন সবার মুখে মুখে। তা-ও বাংলাদেশ যখন ওয়ানডে বিশ্বকাপ অভিযানে নেমেছে, সে সময়ই প্রকাশ্যে এল এমন ঘটনা। বড় এই অভিযানে তা ক্রিকেটারদের মানসিকভাবে অনেক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখাটা অনেক চ্যালেঞ্জ। যেখানে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিশ্বকাপে। তা ছাড়া এ বছর বাংলাদেশ ২০ ওয়ানডে খেলে জিতেছে ৮ ম্যাচ, হেরেছে ৯ ম্যাচ ও ৩ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে।

সেই সৌম্য এখন পাচ্ছেন তালি

এই মাহমুদউল্লাহকেই চায় বাংলাদেশ

শান্তর কিসের এত তাড়া

জিতলে ৩ কোটি বোনাস, কিন্তু বাজেভাবে হারলে?

‘বন্ধু’ সাকিবের কাছেই কি তবে হেরে গেলেন তামিম

নব্বইয়ে ‘নার্ভাস’ মুশফিক

‘অস্থির’ ডমিঙ্গো কি পারছেন নিজের কাজ ঠিকঠাক করতে

তিন ক্রিকেট, তিন অধিনায়ক

‘দুবাই যামু, ক্রিকেট দেখতে’

মেসির এই কান্নার দায় কার

সেকশন