ক্রীড়া ডেস্ক, ঢাকা
কাল টোকিও অলিম্পিকে মেয়েদের হকিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে ভারত। আজ ভারতের ছেলেদের সামনে ছিল বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠার হাতছানি। তবে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হেরে শেষ চারেই থামতে হলো তাদের।
ছেলেদের সোনা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও মেয়েদের সম্ভাবনা এখনো টিকে আছে। টোকিও অলিম্পিকে ভারত এখন পর্যন্ত রুপা ও ব্রোঞ্জ জিতেছে আর সোনা জয়ের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে ভারতীয় নারী হকি দল। সোনা জিততে ভারতের মেয়েদের পাড়ি দিতে হবে সেমিফাইনাল ও ফাইনালের দুটি পিচ্ছিল সিঁড়ি।
সুযোগ ছিল ছেলেদের সামনেও, তবে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাঁদের। শুরুর কয়েক মিনিটের মধ্যেই এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের দুই মিনিটের মাথায় প্রথম পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম। মিনিট পাঁচেক পর পেনাল্টি কর্নার থেকেই গোল করে ভারতকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং।
পরের মিনিটেই মনদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে আলেকজান্ডার রবি হেনড্রিকস ম্যাচে ফেরায় বেলজিয়ামকে। প্রথমার্ধের খেলা ম্যাচের শেষে ফল ২-২। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই দুটো পেনাল্টি শটে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর আর নিজেদের খেলা ধরে রাখতে পারেননি ভারতীয় খেলোয়াড়েরা।
শেষ কয়েক মিনিটে পঞ্চম গোল করে বেলজিয়াম। তাদের হয়ে হ্যাটট্রিক করেন রবি হেনড্রিকস। এতেই ভঙ্গ হয় ভারতের সোনাজয়। আজ দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জার্মানি। তাদের মধ্যে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে ভারত। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে ‘মেন ইন ব্লু’রা।