১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে দেশের অন্য খাতের সঙ্গে ক্রীড়াঙ্গনও ছিল বেশ আলোচিত। গত ১০০ দিনে কী কী পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে, সেগুলো দেখতেই এই আয়োজন।
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
ঘুরেফিরে সেই একই দশা! ইলেকট্রনিকস স্কোরবোর্ড ছাড়াই শনিবার থেকে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। গত বারের মতো এবারও হ্যান্ডটাইমিংয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার। যার মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনও আসন্ন। তবে এই নির্বাচনী প্রক্রিয়ায় আলোচনার জন্ম দিল খসড়া ভোটার তালিকা। যেটা বিওএ তৈরি করেছিল। যেখানে ফেডারেশনগুলো থেকে অপসারিত নয়জন সভাপতির নামও ছিল।
পুনে টেস্টের প্রথম দিন পানসে কাটল নিউজিল্যান্ডের। দুই ফিফটিতে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। সব উইকেটই নিয়েছেন ভারতের দুই স্পিনার—ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। দিন পার করার আগে ভারত করেছে ১ উইকেটে ১৬ রান।
অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর ফেডারেশনগুলোতে লেগেছে সংস্কারের ছোঁয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ তত্ত্বাবধানে শুরু হওয়া সেই সংস্কার কত দূর এগিয়েছে? শেষই-বা হবে কবে? সংস্কার কি ফেডারেশনগুলোর সভাপতি বদলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এমন অনেক প্রশ্নের উত্তর এ ধারাবাহিকে খুঁজেছেন জ
অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর ফেডারেশনগুলোতে লেগেছে সংস্কারের ছোঁয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ তত্ত্বাবধানে শুরু হওয়া সেই সংস্কার কত দূর এগিয়েছে? শেষই-বা হবে কবে? সংস্কার কি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সভাপতি বদলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এমন অনেক প্রশ্নের উত্তর তিন পর্বের এ
সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা গত সপ্তাহে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, দ্রুতই তাঁরা কয়েকটি ফেডারেশনে অ্যাডহক কমিটি করে দেবেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কমিটির দেখা নেই। উল্টো বিভিন্ন ফেডারেশনের সঙ্গে ম্যারাথন সভা করাতেই যেন মন দিয়েছে সার্চ কমিটি। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এক বিবৃত
দারুণ লড়াই করে শেষ পর্যন্ত ড্রয়ের খাতায় নাম লেখালেন ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। আজ শনিবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের সুযোগ ছিল তাঁদের। কিন্তু দুজনই ড্র করে বসে। যদিও নিজ নিজ টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেছেন তাঁরা।
১৪ বছর বয়সে মনন রেজা হয়েছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। তবে তাঁর স্বপ্ন যে অনেক বড় কিছু করা। সেই স্বপ্ন পূরণের পথে একধাপ এগোলেন নীড়। ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নামে স্থবিরতা। ফুটবল, ক্রিকেট আর কয়েকটি খেলা ছাড়া বাকি খেলাগুলো একেবারে বন্ধ। এই স্থবিরতা কাটাতে দ্রুত নতুন কমিটি দিতে কাজ করছে ক্রীড়াঙ্গনে সংস্কারের দায়িত্বে থাকা সার্চ কমিটি।
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
৪৫তম দাবা অলিম্পিয়াড শেষ করে বাংলাদেশের পাঁচ খেলোয়াড় বুদাপেস্টে থেকে যান। মূলত আরও তিন টুর্নামেন্ট খেলে নর্ম অর্জন করাই তাদের লক্ষ্য। আজ তাদের মধ্যে প্রথম সুখবরটা পেলেন মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার নর্ম পেয়েছেন তিনি।
এক পদে টানা দুই মেয়াদের বেশি থাকা যাবে না—খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন কথার পরই ৫৫ ফেডারেশনের সংগঠকদের নিয়ে জল্পনাকল্পনা শুরু। কে বাদ যাবেন, কারা আসবেন—এসব নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে জানা গেল, দেশের এসব ফেডারেশন/অ্যাসোসিয়েশনে