ক্রীড়া ডেস্ক, ঢাকা
ঢাকা থেকে টোকিও—এক দেশের দুই দলের দুই বিপরীত চিত্র। গতকাল মিরপুরে বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টি হারের পর হাততালি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই দিনে অস্ট্রেলিয়ার রাগবি দল অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফিজির কাছে ১৯-০ গোলে হেরে হোটেল ভাঙচুর করেছে।
ক্রিকেটে হারের পরও খেলার চেতনাকে কাল মিরপুরে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন মিচেল মার্শ-মিচেল স্টার্করা। অন্য দিকে অলিম্পিকের রাগবি দল কাল অলিম্পিক ভিলেজের হোটেল রুম ছেড়ে যাওয়ার পর সামনে এসেছে হোটেলে মাতাল অবস্থায় তাণ্ডব চালানোর বিষয়টি। রাগবি দলের সঙ্গে যোগ দেন রোয়িং দলের সদস্যরাও।
হোটেল ভাঙচুরের পাশাপাশি রাগবির খেলোয়াড়েরা বমিও করেছেন হোটেল রুমের বাথরুমে। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের সমন্বয়ক ইয়ান চেস্টারম্যান বলেছেন, ‘কিছু তরুণ খেলোয়াড় ভুল করেছে। তারা এমন অবস্থায় হোটেল রুম ছেড়ে চলে গেছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
ঘটনাটি সামনে আসার পর খেলোয়াড়েরা অবশ্য বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে তাৎক্ষণিকভাবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের সমন্বয়ক ইয়ান চেস্টারম্যান।