হোম > খেলা > অন্য খেলা

গ্র্যান্ডমাস্টারের নর্ম পাওয়া ফাহাদের কাছে স্বপ্নের মতো 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বপ্নপূরণের পথে এক ধাপ এগোলেন দাবাড়ু ফাহাদ রহমান। পাঁচ বছর আগে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করা ফাহাদ গ্র‍্যান্ডমাস্টার হতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টার ফল হিসেবেই ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩-এ একটি নর্ম অর্জন করেছেন। আর দুটি নর্ম অর্জন করলেই পূরণ হবে তাঁর স্বপ্ন। 

ভিয়েতনামের এই আসরে ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেন ফাহাদ। নর্ম পেতে দরকার হয় ৭ পয়েন্ট। ফাহাদ সেটাই করেছেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন। 

তিন নর্মের একটি অর্জন করতে পেরে খুশি ফাহাদ, ‘এটা স্বপ্নের মতো। অনেক সাধনার পর প্রথম নর্ম অর্জন হলো। এর জন্য আমার পরিবারসহ নিজেকেও ধন্যবাদ দিচ্ছি। পরিবারের চেষ্টা ও আমার সাধনায় আজ সফল হলাম। এই বছর চেষ্টা করব গ্র্যান্ডমাস্টার হওয়ার বাকি দুই নর্ম অর্জনে। আশা করি তা পারব।’

শেষ আটে মেয়েদের প্রতিপক্ষ ভারত ছেলেদের নেপাল

‘আমরা যুক্তরাষ্ট্রেই থেকে যাব’

‘সবাই শুধু আশা দেখায়’

নতুন বছরে লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া

হকি ফিরতেই হট্টগোল

নীড়ের কাছে ধরাশায়ী ৪ গ্র্যান্ডমাস্টার

১৬ বছর ‘দুপুরে খাননি’ জিমি

বিশ্বকাপ প্রস্তুতিতে হকিতে বিদেশি কোচ আনার পরিকল্পনা

৮ বছর যেতেই ১০ কোটি টাকার ফ্ল্যাডলাইটে ত্রুটি

কাবাডির সেমিফাইনালের টিকিট পেল যারা

সেকশন