সমালোচনার মুখে অবশেষে কোপে পড়লেন দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতি। ১ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী তাঁদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে আজ এমন খবর নিশ্চিত করা হয়েছে।
দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। আর কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল চৌধুরী মামুন। ব্রিজ ফেডারেশনের সভাপতির পদে ছিলেন আমলা জাহাঙ্গীর আলম। এক দিনেই এই তিনজনকে ছেঁটে ফেলা হলো।
গত ৫ আগস্টের পর অনেক ফেডারেশনের সভাপতির খোঁজ নেই। আবার অনেকে নিষ্ক্রিয়। অ্যাথলেটিকস, সাইক্লিং, মহিলা ক্রীড়া সংস্থা, ভলিবল, উশুসহ বেশ কয়েকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন এখন সভাপতি সংকটে। তাঁদের দাপ্তরিক কাজ চালানোও কঠিন হয়ে পড়েছে।