নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের গন্ডি পেরিয়ে মাকসুদা আক্তারের সাফল্য ছাড়ালো দেশের বাইরেও। প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে। তাতেই করলেন বাজিমাত!
বাংলাদেশ গেমসে বডিবিল্ডিংয়ে সোনাজয়ী মাকসুদা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছেন পদক। ভারতের আইএইচএফএফ অ্যামেচার অলিম্পিয়া বডিবিল্ডিংয়ে ‘ওমেন্স ফিজিক’ ক্যাটাগড়িতে তৃতীয় রানার্সআপ হয়েছেন তিনি।
নারীদের বডিবিল্ডিংয়ে পথিকৃৎ হিসেবে কদিন আগেই সামনে আসে মাকসুদার নাম। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের বডিল্ডিংয়ের ক্ষেত্রে যে বাধা তা ভাঙতে প্রত্যয়ী মাকসুদা।