Ajker Patrika
হোম > খেলা > অন্য খেলা

দুই বছরে দুটি গেমস আয়োজনের আশা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

দুই বছরে দুটি গেমস আয়োজনের আশা বাংলাদেশের
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় দুই বছরে দুই গেমস আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।

১৯৭৮ সালে প্রথম শুরু হয় বাংলাদেশ গেমস। তবে ২০০২ সালের পর লম্বা সময় হয়নি আসরটি। ২০১৩ সাল থেকে পুনরায় আবার শুরু হয় এই প্রতিযোগিতা। দুই বছর পর পর বিওএ আয়োজন করে আসছে বাংলাদেশ গেমস। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে আজকের সভায়। এ বিষয়ে শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা হবে।’

বিওএ সভায় সভাপতিত্ব করেছেন নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। নতুন সভাপতির প্রথম সভায় অলিম্পিক ভিলেজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শেখ বশির। এ ছাড়া বিওএ অনুশীলনের অবকাঠামোর বিষয়েও জোর দেন সভাপতি। বিওএ সহসভাপতি বলেন, ‘আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। তার সম্পূর্ণ ধারণা রয়েছে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেওয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মান উন্নয়নের জন্য। আমাদের সভাপতি খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব না পেলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’

৮৮ বছর বয়সে জীবনের কোর্টকে বিদায় জানালেন কিংবদন্তি দাবাড়ু

পাকিস্তানের তিন শহরে এসএ গেমস

৫১ বছর পর টেস্ট সিরিজের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ

সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী

জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল

বাংলাদেশ হকিতে জিমির বিকল্প অনেকেই আছে

৯ বছর পর জাতীয় হকি দলের কোচ মামুন

‘সাইবার ফোর্স সনাতনী’র দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলের পাশে বিসিবি