হোম > খেলা > অন্য খেলা

মারা গেছেন কোমায় যাওয়া সেই দক্ষিণ আফ্রিকান বক্সার

ক্রীড়া ডেস্ক

ডাব্লুবিএফ আফ্রিকান লাইটওয়েটের শিরোপা লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার পেশাদার বক্সার সিমিসো বুথেলেজি। রিংয়ে সিমিসো বুথেলেজির প্রতিপক্ষ ছিলেন সিফেসিহলে মনতুংওয়া। ম্যাচের একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে শূন্যে ঘুষি চালাতে থাকেন সিমিসো। এরপরই কোমায় চলে যান তিনি। কোমা থেকে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সিমিসোর। চলে গেছেন না ফেরার দেশে।

রিংয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিমিসোকে। তখন চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতের কারণে সিমিসোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণেই শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। দুই সপ্তাহ আগে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন এই বক্সার। পরিবার সিমিসোর এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। কেন এবং কীভাবে এটা ঘটেছে, তা কেউই বুঝতে পারছে না।  

সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে সিমিসোই শুরুতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিলেন। চূড়ান্ত রাউন্ডের কয়েক সেকেন্ড যেতেই সিমিসো প্রতিপক্ষ মনতুংওয়াকে রিংয়ের বাইরে ছিটকে ফেলে দেন। এরপরই রিংয়ের ছবিটা বদলে যায়। সিমিসো তাঁর প্রতিপক্ষের দিকে না গিয়ে রেফারির দিকে তেড়ে যান এবং ঘুষি মারতে শুরু করেন, যা সম্প্রচারকারীদেরও বিভ্রান্ত করে দেয়।  

ভিডিওর শেষ দিকে দেখা যায় সিমিসো রিংয়ের এক কোণে গিয়ে বাতাসে ঘুষি মারতে শুরু করেন। তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং মুনতুংওয়াকে জয়ী ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রিংয়ের মধ্যে কিছু একটা হয়েছিল, যার রহস্য এখনো উন্মোচিত হয়নি।

শেষ আটে মেয়েদের প্রতিপক্ষ ভারত ছেলেদের নেপাল

‘আমরা যুক্তরাষ্ট্রেই থেকে যাব’

‘সবাই শুধু আশা দেখায়’

নতুন বছরে লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া

হকি ফিরতেই হট্টগোল

নীড়ের কাছে ধরাশায়ী ৪ গ্র্যান্ডমাস্টার

১৬ বছর ‘দুপুরে খাননি’ জিমি

বিশ্বকাপ প্রস্তুতিতে হকিতে বিদেশি কোচ আনার পরিকল্পনা

৮ বছর যেতেই ১০ কোটি টাকার ফ্ল্যাডলাইটে ত্রুটি

কাবাডির সেমিফাইনালের টিকিট পেল যারা

সেকশন