না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিলেন ৫৮ বছর।
বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মণ্ডল। মাঝে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ সেপ্টেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবন অঘোর মণ্ডলের। নব্বইয়ের দশকে আজকের কাগজ থেকে তাঁর সাংবাদিকতার শুরু। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারমাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই ও দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মণ্ডল। কাজের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। বেশ কিছু বইও লিখেছেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এক্সট্রা টাইম’ ও ‘এক্সট্রা কাভার’।