টোকিও অলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল ও স্পেন। শেষ আটের লড়াইয়ে মিশরের বিপক্ষে ব্রাজিলের জয় ১-০ গোলে। আর কোয়ার্টার ফাইনালে আইভেরি কোস্টের বিপক্ষে স্পেন জিতেছে ৫-২ গোলের বড় ব্যবধানে।
২০১৬ সালে রিও অলিম্পিক দিয়ে প্রথমবার অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল। মিশরকে হারিয়ে টোকিও অলিম্পিকেও সোনা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখল সেলেসাওরা। জাপানের সাইতামা স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে একমাত্র গোল করেছেন ম্যাথুস কুনিয়া। রিচার্লিসনের পাস থেকে বল জালে জড়ান ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের ৩৭ মিনিটে করা কুনিয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়লেও আর গোলমুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে রাফা মীরের হ্যাটট্রিকে ৫-২ গোলে আইভেরি কোস্টকে হারিয়েছে স্পেন। ম্যাচের দশম মিনিটে অবশ্য এরিক বেইলির গোলে এগিয়ে গিয়েছিল আইভরিকোস্টই। ৩০ মিনিটের মাথায় স্পেনকে সমতায় ফেরান দানি অলমো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই আইভরিকোস্টকে আবারও এগিয়ে নেন ম্যাক্স গ্রাডেল। ম্যাচের আসল নাটকীয়তা তখনো বাকি। দুই মিনিট পর স্পেনকে ম্যাচে ফেরান রাফা মীর।
২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। অতিরিক্ত সময়ে একচ্ছত্র দাপট স্পেনেরই। এই সময়ে আইভেরি কোস্টের জালে তিনবার বল জড়িয়েছে তারা। ৯৮ মিনিটে পেনাল্টিতে ব্যবধান ৩-২ করে স্পেন। পরে নিজের হ্যাটট্রিক পূরণ করার সঙ্গে স্পেনের বড় জয়ও নিশ্চিত করেন রাফা। কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো ও জাপান।