পাঞ্জাবের একটি স্থানীয় কাবাডি টুর্নামেন্ট চলার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ভারত ও ইংল্যান্ডের কাবাডি খেলোয়াড় সন্দ্বীপ নাঙ্গাল আম্বিয়া। গতকাল সন্ধ্যায় পাঞ্জাবের জালান্ধর জেলার মালিয়ান খুর্দ গ্রামে সন্দ্বীপকে লক্ষ্য করে আততায়ীরা ২০ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মালিয়ান খুর্দ গ্রামে প্রতিবছর একটি স্থানীয় টুর্নামেন্টে অংশ নিতেন ভারত জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় সন্দ্বীপ নাঙ্গাল। গতকাল সন্ধ্যায় ভক্তদের সঙ্গে সেলফি তোলার সময় একটি গাড়িতে চার-পাঁচজন আততায়ী সন্দ্বীপকে উদ্দেশ্য করে গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
দুই আততায়ী ফাঁকায় গুলি ছুড়ে দর্শকদের ভয় দেখিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে বাকিরা সন্দ্বীপকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ খেলোয়াড়কে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্দ্বীপের গায়ে ৮ থেকে ১০টি গুলি লেগেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গুলিতে আহত হয়েছে এক কিশোরও।
২৯ বছর বয়সী সন্দ্বীপ প্রায় এক দশক কাবাডি খেলেছেন ভারতের হয়ে। খেলেছেন কানাডা, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের হয়েও। পরিবার নিয়ে ইংল্যান্ডে থিতু হওয়া সন্দ্বীপ প্রতিবছরই স্থানীয় কাবাডি টুর্নামেন্ট আয়োজনের জন্য পাঞ্জাবে আসতেন। হত্যার কারণ অনুসন্ধান করছে পাঞ্জাব পুলিশ।