নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলা শেষ হতেই গ্যালারিতে দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব। পতাকা হাতে কোর্টে দর্শকদের ভালোবাসা নিলেন তুহিন তরফদাররা। দারুণ খেলে রেখে দিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির তৃতীয় শিরোপাও।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় ফাইনালে বাংলাদেশ-চায়নিজ তাইপের শুরুটা ছিল জমজমাট। একটা সময় পর্যন্ত সমানতালে লড়েছে দুই দল। সময় গড়াতেই বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হার মানল চায়নিজ তাইপে। বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় শিরোপা বাংলাদেশ জিতেছে ৪২-২৮ পয়েন্টে।
যদিও ম্যাচে ভয় ধরিয়ে দিচ্ছিল চায়নিজ তাইপে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে খেলতে নেমে আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে সমানেই পাল্লা দিচ্ছিল এশিয়ান দলটি। তবে অভিজ্ঞতা দিয়ে ঠিকই ঘুরে দাঁড়ালেন তুহিন, মিজানুর রহমানরা।
প্রথম ২০ মিনিটের অর্ধেকে দুই দলের পয়েন্ট ছিল সমান সমান। প্রথম টাইম আউটের পর থেকেই পাল্টে যেতে থাকল খেলার চিত্র। দুই রেইডার তুহিন তরফদার ও মিজানুর রহমানরা একের পর এক এনে দিতে থাকলেন পয়েন্ট। রক্ষণটাও হলো দুর্দান্ত। খেলার ১৫ মিনিটে প্রথম লোনা পেল বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ২০-১৪ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও লোনা পেল স্বাগতিকেরা। ঘুরে গেল খেলার মোড়। এরপর আর পেছনে তাকাতে হয়নি স্বাগতিকদের। ৩২ মিনিটে তৃতীয় লোনা পাওয়ার পরই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের শিরোপা। শেষ বাঁশি বাজতেই শুরু হলো শিরোপার উৎসব।
১২ দল নিয়ে ১৩ মার্চ থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি। গ্রুপ পর্ব শেষ হয়ে আজ হয়ে গেল ফাইনালও। নিজেদের খেলা শেষ হয়ে গেলেও বাংলাদেশে ছিলেন অধিকাংশ দলের খেলোয়াড়েরা। আজ স্টেডিয়ামে বসে দেখেছেন বাংলাদেশ-চায়নিজ তাইপের ফাইনাল। খেলার পর এই খেলোয়াড়রাই হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন দুই দলের খেলোয়াড়দেরই।